সাব রেজিস্ট্রার জামে মসজিদের প্রবেশ পথে জলাবদ্ধতা ভোগান্তি চরমে

মোঃ আসাদুল ইসলাম মিন্টুঃ ময়মনসিংহের ত্রিশাল পৌরশহরে অবস্থিত সাব রেজিস্ট্রার জামে মসজিদ (দরিরামপুর)-এর প্রবেশ পথে দীর্ঘদিনের জলাবদ্ধতা।এছাড়াও একটু বৃষ্টি হলেই হাটু পরিমাণ জলাবদ্ধতার সৃষ্টি হয়।এতে মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লী ও সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়।

মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লীদের সাথে কথা বলে জানা যায়, আমরা নামাজ পড়তে আসলে মসজিদে প্রবেশ পথের ময়লাযুক্ত পানিতে হেটে মসজিদে প্রবেশ করতে হয়।এতে আমাদের শরীর না-পাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে তারপরেও আল্লাহর ভয়ে নামাজে শরিক হয়।কিন্তু আমাদের দুর্ভোগ দুর্দশা আজকে নতুন নয় এটি দীর্ঘদিনের সমস্যা।

আমাদের এই মসজিদে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ নামাজ পড়তে আসেন, উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার, পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ, ত্রিশাল থানার অনেক পুলিশ সদস্য ও অন্যান্য ব্যক্তিবর্গ।

মুসল্লীরা আরো বলেন, আমরা আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং পৌর মেয়র মহোদয়ের সুদৃষ্টি ও জলাবদ্ধতা নিরসনের জোড় দাবি জানাচ্ছি।