নিরপেক্ষ,সুষ্ঠু নির্বাচন সুনিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- ডিসি এনামুল হক

আরিফ রববানী ময়মনসিংহঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন(২য় ধাপ) এর ভোট গ্রহণ কে সামনে রেখে  নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তি পুর্ণ রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক এনামুল হক। তিনি বলেন-অবাধ, নিরপেক্ষ, অংশগ্রণমোলক সুষ্ঠু  নির্বাচন সুনিশ্চিত করতে সব ধরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন- নির্বাচন সুষ্ঠু করতে হলে তার পূর্বশর্তগুলো সরকার ও বিরোধী দল উভয়কে মেনে চলতে হবে। সমঝোতা ছাড়া গণতন্ত্র সুনিশ্চিত করা সম্ভব নয়।

শনিবার (৬ নভেম্বর) দুপুর ১২ টায় ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় প্রতিদ্বন্দী প্রার্থীদের নিয়ে উপজেলা পরিষদ হলরুমে আসন্ন ইউনিয়ন পরিষদ উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এনামুল হক এসব কথা বলেন।

 সভায় উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ,অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল ফজল,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন প্রমুখ।