আসন্ন কোপা আমেরিকার স্বাগতিকের দায়িত্ব পেয়েছে ব্রাজিল

আসন্ন কোপা আমেরিকা নিয়ে শঙ্কা থাকলেও তা এখন ঘোষনা করল দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)।২০২১ কোপা আমেরিকা দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল কর্তৃক আয়োজিত চতুর্বষীয় আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা কোপা আমেরিকার ৪৭তম আসর হবে।  এবারে আসরটি অনুষ্ঠিত হবে  যৌথভাবে আয়োজন করবে কলম্বিয়া ও আর্জেন্টিনা এমনটাই কথাছিল।কিন্তু এবার নতুন আয়োজকের নাম ঘোষণা করেছে কনমেবল। স্বাগতিকের দায়িত্ব পেয়েছে ব্রাজিল। টুর্নামেন্ট শুরু এবং শেষের তারিখে কোনও পরিবর্তন আসবে না। নির্ধারিত সময়ের মাঠে গড়াবে এবারের কোপা আমেরিকার আসর।

রাজনৈতিক অস্থিরতার কারণে কলম্বিয়াকে এবং আর্জেন্টিনাতে করোনাভাইরাসের কারণে  বর্তমানে চলছে নানা বিধিনিষেধ।মূলত তাই  স্বাগতিকের তালিকায় নাম আসে ব্রাজিলের। আগামী ১৩ জুন থেকেই শুরু হবে। এবং ফাইনাল ম্যাচ আগামী ১০ জুলাই আয়োজন করা হবে। এই আসরটি মূলত ২০২০ সালের ১২ই জুন হতে ১২ই জুলাই পর্যন্ত ২০২০ কোপা আমেরিকা হিসেবে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২০২০ সালের ১৭ই মার্চ তারিখে, কনমেবল ঘোষণা করেছিল যে দক্ষিণ আমেরিকায় করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে এই আসরটি এক বছরের জন্য স্থগিত করা হয়েছিল।

     কোপা আমেরিকা খেলার সময় সূচি । কোপা আমেরিকা ২০২১ সময়সূচী

গ্রুপ পর্ব 

  • ১৩ জুন আর্জেন্টিনা-চিলি, বলিভিয়া-প্যারাগুয়ে।
  • ১৪ জুন ব্রাজিল-ভেনেজুয়েলা, কলম্বিয়া-ইকুয়েডর।
  • ১৭ জুন চিলি-বলিভিয়া, আর্জেন্টিনা-উরুগুয়ে।
  • ১৮ জুন কলম্বিয়া-ভেনেজুয়েলা, পেরু-ব্রাজিল।
  • ২০ জুন উরুগুয়ে-চিলি, আর্জেন্টিনা-প্যারাগুয়ে।
  • ২১ জুন ভেনেজুয়েলা-ইকুয়েডর, কলম্বিয়া-পেরু।
  • ২৩ জুন বলিভিয়া-উরুগুয়ে, চিলি-প্যারাগুয়ে।
  • ২৪ জুন ইকুয়েডর-পেরু, কলম্বিয়া-ব্রাজিল।
  • ২৭ জুন আর্জেন্টিনা-বলিভিয়া, উরুগুয়ে-প্যারাগুয়ে।
  • ২৮ জুন ইকুয়েডর-ব্রাজিল, ভেনেজুয়েলা-পেরু।

নক আউপ পর্ব

  • কোয়ার্টার-ফাইনাল: ১, জুলাই ২: নাম্বার ২ গ্রুপ এ বনাম নাম্বার ২ গ্রুপ বি
  • কোয়ার্টার-ফাইনাল: ২, জুলাই ২: নাম্বার ১ গ্রুপ এ বনাম নাম্বার ৪ গ্রুপ বি
  • কোয়ার্টার-ফাইনাল: ৩, জুলাই ৩: নাম্বার ২ গ্রুপ বি বনাম নাম্বার ৩ গ্রুপ এ
  • কোয়ার্টার-ফাইনাল: ৪, জুলাই ৩: নাম্বার ১ গ্রুপ বি বনাম নাম্বার ৪ গ্রুপ এ
  • সেমিফাইনালে ১: জুলাই ৫: কোয়ার্টার-ফাইনাল ১ জয়ী বনাম কোয়ার্টার-ফাইনালের ২ জয়ী
  • সেমিফাইনালে ২: জুলাই ৬: কোয়ার্টার-ফাইনাল ৩ জয়ী বনাম কোয়ার্টার-ফাইনালের ৪ জয়ী
  • তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ: জুলাই ৯: সেমিফাইনালে হার ১ বনাম সেমিফাইনালে হার ২
  • ফাইনাল: জুলাই ১০: সেমিফাইনালে জয়ী ১ বনাম সেমিফাইনালে জয়ী ২