স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ত্রিশালে সাংবাদিক রোজিনা ইসলামকে অবৈধ ভাবে আটক রেখে সরকারি আমলা কর্তৃক মানসিক ও শারিরীক ভাবে নির্যাতনকারীদের দৃষ্ঠান্ত মূলক শাস্তিসহ তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে দ্রুত নিঃশর্ত মুক্তির দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০শে মে ) দুপুরে ত্রিশাল প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ গেইটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা সরকারের সভাপতিত্বে ও ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ, শামীম আজাদ আনোয়ার ( সম্পাদক ত্রিশাল বার্তা ) , বাংলাদেশ সাংবাদিক সমিতির বাসাস কেন্দ্রিয় কমিটির সমাজ কল্যান সম্পাদক খোরশিদুল আলম মজিব, এন.বি.এম ইব্রাহিম খলিল রহিম ( সম্পাদক দৈনিক বিশ্বের মুখপাত্র ), এইচ এম জোবায়ের হোসেন ( সভাপতি ত্রিশাল রিপোর্টাস ইউনিটি ) , ফখরুদ্দিন আহমদ ( সাধারণ সম্পাদক উপজেলা প্রেসক্লাব ), কামাল হোসেন ( সভাপতি ত্রিশাল রিপোর্টাস ক্লাব ) প্রমুখ ।