সোনালীর মৃত্যুর গুজব ছড়িয়ে বিপাকে বিজেপি নেতা

ত্রিশাল প্রতিদিন ডেস্ক:: ক্যানসারে আক্রান্ত বলিউড অভিনেত্রী সোনালী বেন্দ্রে। বর্তমানে নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসা চলছে তার। আর এরই মাঝে খবর এলো তার মৃত্যুর!

তাও যেন তেন কেউ নয়, সোনালীর মৃত্যুর খবরটি ছড়িয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এক এমপি! সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লিখেছেন, ‘সোনালি ইজ নো মোর।’

গুজব ছড়ানো ওই বিজেপি নেতার নাম রাম কদম। সোনালীর মৃত্যুর খবর ছড়িয়ে ইতোমধ্যেই বেশ বিপাকে পড়েছেন সেই এমপি। এছাড়াও ভুল তথ্য প্রচারের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। পরে বাধ্য হয়ে স্বীকার করেছেন নিজের ভুল।

গতকাল শুক্রবার বিজেপির নেতা রাম কদম টুইটারে একটি হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিন শট শেয়ার করেছিলেন। যেখানে লেখা ছিল, ‘সোনালী বেন্দ্রে, যিনি হিন্দি এবং মারাঠি সিনেমা শাসন করেছেন, তিনি আর নেই।’

আর এই ভুল তথ্য প্রচারের পর পরই আক্রমণের মুখে পড়তে হয় রাম কদমকে। অনেকেই বলতে শুরু করেন, রাম নিজেই গুজব ছড়াচ্ছেন। সেই সঙ্গে তাকে নিয়ে করা হচ্ছে অসংখ্য ট্রলও। এরপরই ওই পোস্ট সরিয়ে ক্ষমা প্রার্থনা করেন বিজেপির এই নেতা।