ময়মনসিংহ জয়নুল আবেদীন পার্কে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান

জয়নুল আবেদীন পার্কে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান

মো: আনিসুর রহমান :ময়মনসিংহ নগরীর অন্যতম বিনোদন কেন্দ্র জয়নুল আবেদিন পার্কে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করে ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) ভ্রাম্যমাণ আদালত। রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে মসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা এ অভিযান পরিচালনা করেন। নগরীর কাচারি ঘাঁট হিমু আড্ডা রেস্টুরেন্টের সামনে থেকে জয়নুল আবেদিন সংগ্রহশালা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা দুই শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মাসুদ রানা বলেন,পার্কটিতে অস্থায়ী ভাবে গড়ে উঠেছিল ২ শতাধিক দোকানপাট। এতে পার্কের উন্মুক্ত পরিবেশটি দিনদিন হাটাহাটি করার অনুপযোগী ও অনিরাপদ স্থানে রুপান্তরিত হচ্ছিল। নগরবাসীদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি করার জন্য পার্কের ভেতরের নির্ধারিত দোকানপাট ব্যাতিত অন্যান্য দোকানপাট সরানো হয়। অভিযান চলাকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনসংযোগ কর্মকর্তা ম.সি.ক. শেখ মহাবুল হোসান রাজিব, সহকারী সচিব আমিনুল ইসলাম,  স্যানেটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল প্রমুখ। এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন জেলা পুলিশের সদস্য এবং সিটি করপোরেশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।