ময়মনসিংহে কোতোয়ালী থানা পুলিশের  অভিযানে গ্রেফতার-৬

আরিফ রববানী, ময়মনসিংহঃ ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান পিপিএম-সেবা এর দিক-নির্দেশনায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম-বার এর নির্দেশে প্রতিদিন মাদক, জুয়া, চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, ইভটিজিং ও হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

এরই ধারাবাহিকতায় আজ ০৯ নভেম্বর ২০২১ তারিখ মঙ্গলবার পর্যন্ত গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে মোট ০৬ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে কোতোয়ালী মডেল থানার এসআই (নিঃ) আনোয়ার হোসেন এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানাধীন মাসকাকোতোয়ালী মডেল থানারন্দা এলাকার ময়মনসিংহ হতে ঢাকাগামী মহাসড়কের পশ্চিম পার্শ্বে তানিম হার্ডওয়্যার এন্ড ইলেকট্রিক দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে একটি ঘটনায় জড়িত ডিজিটাল আইনের নিয়মিত মামলার ০২ জন আসামীকে গ্রেফতার করেছে।

আসামীরা হলোঃ ১। মোঃ আল আমিন (৩০), পিতা- মোঃ ফকরুল আলম, সাং-কাদিরাবাদ, থানা-লালমোহন, জেলা- ভোলা, বর্তমান ঠিকানা বাসা নং-৩১ মামুন প্লাজা, হাটখোলা রোড, থানা-যাত্রাবাড়ি, জেলা- ঢাকা, ২। মোঃ জয়নাল আবেদিন @ রাসেল (২৪), পিতা- মোঃ রুহুল আমিন, সাং-ধনিয়া তুলাতলি, থানা- সদর, জেলা-ভোলা, বর্তমান ঠিকানা বাসা নং-৭৩/সি, সুনিবীড় হাউজিং, থানা-আদাবর, জেলা-ঢাকা’দ্বয়কে গ্রেফতার করেন।

অন্য দিকে কোতোয়ালী মডেল থানার এসআই (নিঃ) অমিত হাসান এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ সব্জিপাড়া এলাকা হইতে ২০ পিস ইয়াবা ও ১০ পুড়িয়া হেরোইনসহ ০২জন মাদক ব্যবসায়ী ৩।হাবিবুর রহমান হৃদয়(২৫),পিতা-মোঃ হারুন অর রশিদ(ছুতু), ৪। মোঃ জাকির আহম্মেদ রবিন(২২), পিতা-মহিদুল ইসলাম মীর, উভয় সাং-শম্ভুগঞ্জ সবজিপাড়া,

উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন।

এ ছাড়াও কোতোয়ালী মডেল থানার এসআই (নিঃ) নিরুপম নাগ এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানাধীন মাসকান্দা এলাকা হইতে ৫০০ গ্রাম গাঁজা সহ ০১জন মাদক ব্যবসায়ী ৫। মোঃ শরীফ (২৫), পিতা-মোঃ দুলাল, সাং-শেওড়া ডিবি রোড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।

এ ছাড়াও কোতোয়ালী মডেল থানার এসআই (নিঃ) আনিছুর রহমান এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানাধীন ভাটিপাড়া এলাকা হইতে সিআর গেফতারী পরোয়ানাভূক্ত ০১ জন আসামী ৬। মোঃ সুজাত আলী, পিতা-জুলহাস মিয়া, সাং-ভাটিপাড়া, পোঃ অম্বিকাগঞ্জ, থানা-সদর, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহ কোতোয়ালী থানার সকল এলাকা থেকে মাদক নির্মূল করতে আমরা বদ্ধপরিকর। এ ছাড়াও বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জোরদার ভূমিকা রেখেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।