ত্রিশাল উপজেলার কাকচর হতে ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাকচর হতে ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে র‌্যাব-১৪।এসময় তাদের হেফাজত হইতে উদ্ধারকৃত আলামত ২৫ (পঁচিশ) গ্রাম হেরোইন, গাঁজা-১০ গ্রাম, ০৩টি মোবাইল সেট ও মাদক বিক্রয়ের নগদ ২৩,৩০৫/-টাকা সহ উদ্ধার করা হয়। এব্যাপারে র‌্যাব বাদী হয়ে ত্রিশাল থানায় মামলা রুজু করে।

জানা যায়-গোপন সংবাদের ভিত্তিতে (৯ই নভেম্বর) ২০২১ইং তারিখ সাড়ে ১২ ঘটিকার সময় র‌্যাব-১৪, সিপিএসসি, টিটিসি, ময়মনসিংহ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল মেজর আখের মুহম্মদ জয় এবং সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন কাকচর এলাকায় এ অভিযান পরিচালনা করে।গ্রেফতারকৃত আসামী আসামিরা হলোঃ

১। মোঃ আমির হামজা হীরা (৩০), পিতা-মোঃ ইজ্জত আলী, মাতা মৃত-রোজিনা খাতুন, সাং-কাকচর।

২। মোঃ রুবেল (২৬), পিতা-মোফাজ্জল হোসেন, মাতা- ফরিদা খাতুন, সাং-দারিরামপুর।

৩। মোঃ কাউছার মিয়া (১৬), পিতা-মোঃ ফরহাদ হোসেন (বাচ্চু), মাতা- শরিফা খাতুন, সাং-তালতলা।

       সকলেই-ত্রিশাল থানার অধিনে, জেলা-ময়মনসিংহ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত আসামিগন যোগসাজসে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানা এলাকায় নেশা জাতীয় মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করিয়া যুব সমাজকে ধ্বংসের মুখে ধাবিত করিয়া আসিতেছে।