ময়মনসিংহে একটি মা কুকুর উদ্ধারে জেলা প্রশাসকের নির্দেশ

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের’ ফুলাবাড়িয়া’র  জঙ্গলবাড়ি’ নামন স্থানে (২৩ ডিসেম্বর) সদ্য প্রসবকরা একটি কুকুর গভীর কুপে পতিত হলে স্থানীয় ভাবে উদ্ধারের চেষ্টা করে  না পারায়  “মেহেদী কাউসার ফরার্জী” নামে একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোষ্ট করেন।

বিষয়টি “দ্যা স্টুডেন্টস ওয়েল ফেয়ারে”র প্রধান উপদেষ্ঠা  “শাহ আহসান হাবিব বাবু”র দৃষ্টিগোচর হলে জেলা প্রশাসক “মোঃ মিজানুর রহমানে”র সাথে যোগাযোগ করেন।

জেলা প্রশাসক বিষয়টি অবগত হয়ে উদ্ধারে আদেশ দিলে  উপজেলা নির্বাহী অফিসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা কুকুটি উদ্ধার করে।

ঐ দিকে ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার “মোস্তাফিজুর রহমান” ও সহকারী কমিশনার(ভূমি) ত্রিশাল “তরিকুল ইসলাম” মা কুকুরটি উদ্ধারে সার্বক্ষণিক খোঁজ খবর নিয়েছে।

এ ছাড়াও কুকুরটি উদ্ধারে ঢাকার সাংবাদিক ও বনেকের সভাপতি “খাইরুল আলম রফিক” ফায়ার সার্ভিসের ডিজির সাথে যোগাযোগ করেছেন বলে জানা যায়। মা কুকুরটি উদ্ধারে ঘটনাস্থলে ছুটেযান সংগঠনের সভাপতি “রোবায়েত হোসেন” সাধারণ সম্পাদক “সানোয়ার হোসাইন” ও সংগঠনের “সিয়াম আবু হানিফ” প্রমুখ।