ময়মনসিংহ ও শেরপুর জেলায় ভেকসিন বরাদ্ধ হয়নি

১ম পর্যায়ে করোনাভাইরাসের টিকা

নিজস্ব প্রতিনিধিঃ এ মাসেই বাংলাদেশে আসছে করোনাভাইরাসের ভেকসিন । এনিয়ে নীতিমালা’র খসড়া তৈরি’র কাজ এগিয়ে চলছে । কিন্তু ১ম পর্যায়ে পাশের জেলা জামালপুর  ও নেত্রকোনা জেলায় আড়াই লাখ করে টিকা দেয়ার পরিকল্পনা  চূড়ান্ত হলেও ময়মনসিংহ ও শেরপুর জেলায়  ভেকসিনের কোন বরাদ্ধ আসেনি। দেশর প্রায় সব বিভাগে কত টিকা পাবে, তার খসড়াও তৈরি হয়েছে ইতিমধ্যে।

খসড়ার তালিকা হিসাবে,  বেশি প্রাধান্য পাবে ঢাকা।   বিভাগ হিসাবে মোট ০৩ কোটি ভেকসিনের মধ্যে ঢাকায়  ৫০ লাখ মানুষ পাবে টিকা। তাছাড়া চট্টগ্রাম  ৩০ লাখ, রাজশাহী  ২০ লাখ, রংপুর  ১৬.৫০ লাখ, খুলনা  ১৬ লাখ, সিলেট  ১০.৫০ লাখ, বরিশাল ০৮.৫০ লাখ এবং ময়মনসিংহ  ০৫ লাখ মানুষকে টিকা দেওয়া হবে।ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মিজানুর রহমান  বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়মনসিংহ জেলায় এ পর্যায়ে  কোন ধরণের ভেকসিন বরাদ্ধ হয়নি। তবে ৬৪ জেলায় টিকা দেওয়া’র খসড়া’ নিয়ে’ কাজ’ করছে’ স্বাস্থ্য’ অধিদফত’র।