মুক্তাগাছায় ভাষা বিপ্লবীগণের মরণোত্তর সংবর্ধনা

মোঃ আনিসুর রহমান : মুক্তাগাছায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস – ২০২২ উপলক্ষে ২১ ফেব্রুয়ারি সোমবার প্রথমবারের মত উপজেলা পরিষদের আয়োজনে ভাষা বিপ্লবীগণের মরণোত্তর সংবর্ধনা প্রদান করা হয়েছে । মুক্তাগাছা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪জন ভাষা সৈনিকের মধ্যে, ভাষা সৈনিক মরহুম খোন্দকার আব্দুল মালেক শহীদুল্লাহ, ভাষা সৈনিক মরহুম খালেক আল আজাদ,ভাষা সৈনিক মরহুম শামছুল হক ও ভাষা সৈনিক মরহুম গিয়াসউদ্দীন আহমেদকে মরণোত্তর এই সংবর্ধনা প্রদান করা হয়। এর আগে একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয় এবং ৫২’র ভাষা আন্দোলনে শহিদ ও প্রয়াত সকল ভাষাবিপ্লবীর আত্মার মাগফেরাতে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলের মাধ্যমে দিনটিকে মহিমান্বিত করে রাখা হয়। উক্ত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রয়াত ভাষাবিপ্লবীগণের সংবর্ধনা, উত্তরীয়, ফুল এবং শুভেচ্ছা গ্রহণ করেন তাঁদের পরিবারের সদস্যবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আলম মনসুর এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পৌরসভার মেয়র ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, বিশেষ অতিথি ছিলেন, মুর্শিদা আক্তার কাকলী । উপজেলা পরিষদ শহীদ মুক্তিযোদ্ধা হযরত আলী অডিটরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।