ময়মনসিংহে জাতীয় বীমা দিবস পালিত

আরিফ রববানী, ময়মনসিংহঃ মুজিববর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার- বীমায় সুরক্ষা থাকলে, এগিয়ে যাব সবাই মিলে’ স্লোগানে ময়মনসিংহে বর্ণাঢ্য র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে মঙ্গলবার জাতীয় বীমা দিবস উদযাপন করা হয়েছে।
ময়মনসিংহ  জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯ঃ৩০ মিনিটে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের ময়মনসিংহ – টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে   আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব পারভেজুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন – জেলা প্রশাসক এনামুল হক।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ,সুধী সমাজের প্রতিনিধি,বীরমুক্তিযোদ্ধাসহ আরো অনেকে। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনোরঞ্জন বর্মন,  জান্নাতুল মাওয়া, পপুলার লাইফ ইন্সুইরেন্স এর জি এম সাকিল মাহমুদ,নিউ লাইফ ইন্সুইরেন্স এসোসিয়েশন ময়মনসিংহের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল গফুর, সাধারণ বীমা কর্পোরেশন ময়মনসিংহের জেনাল ইনচার্জ আনিসুর রহমান,জীবন বীমা কর্পোরেশন ময়মনসিংহের এজিএম মোঃ আজিজুল হক সহ জেলা প্রশাসন এবং  বিভিন্ন বীমার সংস্থার কর্মকর্তাকর্মচারীসহ বীমার গ্রাহকগণ উপস্থিত ছিলেন।