ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মোঃ আসাদুল ইসলাম মিন্টু, ত্রিশাল প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১শের প্রথম প্রহর রাত ১২টা ০১মিনিটে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী সাহেবের নেতৃত্বে স্থানীয় সরকারি নজরুল কলেজে নির্মিত শহীদবেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

পরবর্তীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার, উপজেলা নির্বাহী অফিসার  মোঃ আক্তারুজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, ত্রিশাল পৌর আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান (আনিস) পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ রাশেদুল হাসান বিপ্লব সহ পৌর কাউন্সিলর এবং পৌর কর্মকর্তা কর্মচারীবৃন্দ।ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন  সহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ। উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল কালাম মোঃ শামসুদ্দিন, সাধারন  সম্পাদক ইকবাল হোসেন সহ আওয়ামী নেতৃবৃন্দ, উপজেলা যুবলীগ জাহিদুল ইসলাম সরকার জুয়েল, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা সহ যুবলীগ নেতৃবৃন্দ , এছাড়াও ছাত্রলীগ, শ্রমিকলীগ,কৃষকলীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন।

পুষ্পমাল্য অর্পণ শেষে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।