ত্রিশালে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় অর্থদণ্ড

 এস.এম জামাল উদ্দিন শামীমঃআসছে ১৪ই ফেব্রুয়ারি ময়নসিংহের ত্রিশালে পৌরসভা নির্বাচন। নির্বাচনী আমেজ দিন দিন এতটাই গাঢ় হচ্ছে যে নির্বাচনী  আচরণবিধি ভঙ্গের মত কাজকরে চলছে সমর্থকরা। তাই প্রশাসনের চোখ এখন নির্বাচনী এলাকায়,  রবিবার ৩১ শে জানুয়ারি ত্রিশাল পৌর শহর থেকে পৌরসভা নির্বাচন ২০২১ এ নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে পৌরসভা’ (নির্বাচন আচরণ) বিধিমালা,২০১৫ অনুসারে ০১ জন’ কাউন্সিল’র প্রার্থী ও ০১ জন মেয়র প্রার্থী’র সমর্থক কে মিছিল / শোডাউন করা’র জন্য  ৫০০০ (পাঁচ হাজার) টাকা’ অর্থ’দণ্ড প্রদান’ করা হয়।

ত্রিশাল পৌরসভা নির্বাচনে’র আচরণ’ বিধি’ ম্যাজিস্ট্রে’ট সহকারী’ কমিশনা’র (ভূমি) ও এক্সিকিউটি’ভ ম্যাজিস্ট্রে’ট তরিকুল’ ইসলাম’ তুষার’ উক্ত দন্ড প্রদান’ করেন। তিনি’ আচরণবিধি’ ভঙ্গে’র যে কোন’ অভিযোগ’ নির্বাচন’ কমিশন’ অথবা’ আচরণ’বিধি ম্যাজিস্ট্রে’ট কে অবহিত’ করা’র পাশা’পাশি পৌরসভা’ নির্বাচনে’র সকল’ প্রার্থীদে’র নির্বাচনী’ আচরণ’বিধি যথাযথ’ভাবে মেনে’ চলা’র জন্য অনুরো’ধ জানান।