তারাকান্দায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধনে উপজেলা চেয়ারম্যান-ইউএনও  

আরিফ রববানী, ময়মনসিংহ:: সারাদেশের ন্যায় ময়মনিসংহের তারাকান্দা উপজেলার তালদিঘি উচ্চ বিদ্যালয়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০২১ এর উদ্বোধন করা হয়েছে।  শনিবার সকালে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে ঔষধ খাওয়ানোর মধ্যদিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।

জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০২১ উপলক্ষে ৫-১৬ বছরের সকল শিশুকে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানোর মাধ্যমে  উদ্বোধনের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায়  উপজেলা নির্বাহী অফিসার জনাব মিজাবে রহমত এর সভাপতিত্বে  অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান  এডভোকেট মোঃ ফজলুল হক, এসময় অন্যান্যদের মাঝে ফুলপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জায়েদ মাহবুব, তারাকান্দা  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  আবু বকর সিদ্দিকসহ উপজেলার বিভিন্ন  বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।  ফুলপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জায়েদ মাহবুব জানান, সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৫ থেকে ১৬ বছর বয়সের সকল শিশুকে কৃমি নাশক ঔষধ খাওয়ানো হবে। শনিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি ক্লিনিকে এই কার্যক্রম চলবে।