ঝিনাইগাতীতে ২কোটি টাকার সরকারি জমি উদ্ধারে এসিল্যান্ড

মোঃজিয়াউল হক,শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরের ঝিনাইগাতী  মৌজাস্থ ১ নং খাস খতিয়ানের ২৩১ নং দাগের ৫০শতাংশ সরকারি জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। ১৭ মে বুধবার বিকেলে এ উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন এসিল্যান্ড আশরাফুল কবির।  ভুমির বর্তমান বাজার মুল্য ২ কোটি টাকা।

উপজেলা সদরের ঝিনাইগাতী  মৌজাস্থ ১ নং খাস খতিয়ানের ২৩১ নং দাগের ৫০শতাংশ সরকারি জমি দীর্ঘদিন যাবৎ মৃত আব্দুল মালেকের সন্তানরা  অবৈধ ভাবে ভোগ দখল করে আসছিল। অবৈধ ভোগ দখলকারীরা পাকা স্থাপনা নির্মাণের কাজ শুরু করে। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও সহকারী কমিশনার (ভুমি) মো. আশরাফুল কবির এ অভিযান পরিচালনা করেন। এসময় উপস্হিত ছিলেন ভূমি উপ সহকারী কর্মকর্তা মৃনাল কান্তি  সরকার,  থানা পুলিশ ও  স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে সরকারের অনুকূলে জায়গাটির দখল করেন।

সহকারী কমিশনার (ভুমি) মো. আশরাফুল কবির ঝিনাইগাতীতে যোগদানের পর থেকে ব্রীজপাড়, কলেজ রোড সহ উপজেলার বিভিন্ন এলাকায় ৮ কোটি টাকার সরকারি জমি উদ্ধার করে দখল মুুক্ত করেন।