সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত 

ষ্টাফ রিপোর্টারঃ বর্ষিয়ান রাজনীতিবিদ, সংগ্রামী জননেতা বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য,কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য,সাবেক ধর্মমন্ত্রী, সাবেক জাতীয় সংসদ সদস্য,বিলুপ্ত ময়মনসিংহ  পৌরসভার সাবেক চেয়ারম্যান,জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমানের প্রথম জানাযা নামাজ ময়মনসিংহ নগরীর কেন্দ্রীয় আঞ্জুমান ঈদগাহ মাঠে সোমবার (২৮ আগস্ট) বাদ আছর অনুষ্ঠিত হবে। জানাজায় রাজনীতিবিদ, শিক্ষক, মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষেরা অংশ গ্রহণ করেন।

এর আগে সকাল থেকে সব স্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য কর্মস্থল মিন্টু কলেজ প্রাঙ্গণে অধ্যক্ষ মতিউর রহমানের লাশ সকাল থেকেই রাখা হয়। তাকে শ্রদ্ধা জানাতে রাজনীতিবিদ, শিক্ষক, মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষের ঢল নেমেছে।

 জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল জানান, অধ্যক্ষ মতিউর রহমান ছিলেন একজন কিংবদন্তি। তিনি একাধারে রাজনীতিবিদ, শিক্ষক, মুক্তিযুদ্ধের সংগঠক। তার মৃত্যুতে দেশবাসী একজন সৎ মানুষকে হারিয়েছে। তার অভাব কোনোভাবেই পূরণ হওয়ার নয়।

ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু জানান, মতিউর রহমান ছিলেন ময়মনসিংহ পৌরসভার তিনবারের নির্বাচিত চেয়ারম্যান। পৌরসভাকে সাজাতে তিনি অনেক পরিশ্রম করেছেন। তিনি এই সিটি করপোরেশনকে যেভাবে দেখতে চেয়েছিলেন সেভাবেই ভবিষ্যতে সাজানোর উদ্যোগ নেওয়া হবে।

ময়মনসিংহ জেলা মানবাধিকার কমিশনের সভাপতি এ এইচ এম খালেকুজ্জামান জানান, তিনি ছিলেন একজন জনপ্রিয় রাজনীতিবিদ। তার মৃত্যুতে দেশবাসী একজন দেশপ্রেমিক মানুষকে হারিয়েছে। রাজনীতি করতে গিয়ে তিনি বিভিন্ন সময়ে কারাবন্দিসহ জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। তার আদর্শকে ধারণ করে নতুন প্রজন্ম দেশ গঠনে এগিয়ে আসবে এটাই প্রত্যাশা।

তার বড় ভাইয়ের ছেলে সাদ্দাম হোসেন জানান, পারিবারিক সিদ্ধান্ত মোতাবেক সোমবার বাদ আসর কেন্দ্রীয় আঞ্জুমান ঈদগাহ মাঠে প্রথম নামাজে জানাজা হবে। এরপর মঙ্গলবার (২৯ আগস্ট) বাদ জোহর মোড়ল বাড়ি মসজিদের সামনে দ্বিতীয় দফায় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

উল্লেখ্য- জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান রবিবার (২৭ আগস্ট) রাত ১১টার সময় ময়মনসিংহ নগরীর নেক্সাস কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা,জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি,ময়মনসিংহ জেলা প্রশাসনসহ বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা।