১৩তম সাউথ এশিয়ান ইউনিভার্সিটি’স ইয়ুথ ফেস্টিভালে জাককানইবি’র চার শিক্ষার্থী

এস.এম জামাল উদ্দিন শামীম :  ভারতের কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩ তম সাউথ এশিয়ান ইউনিভার্সিটি’স ইয়ুথ ফেস্টিভাল ২০২০।এতে অংশ নিচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী আগামী ২৪-২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ ফেস্টিভালে দক্ষিন এশিয়ার ১০টি দেশের শিক্ষার্থীরা অংশ নিবেন ।

অংশগ্রহনকারী শিক্ষার্থীরা লাইট,ভোকাল,গ্রুপ সং,ক্লাসিক্যাল ডান্স,ফোক ডান্স,ডিবেট, ইলোকিউশন,পোস্টার মেকিং এবং ক্লে মডেলিং সহ বিভিন্ন ইভেন্টে নিজ দেশের শিক্ষা , সামাজিক ,সংস্কৃতি , অর্থনৈতিক ও প্রাসঙ্গিক বিষয় উপস্হাপন করবেন । বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অধ্যাপক ড.মুশাররাত শবনম ও অধ্যাপক ড.জাহিদুল কবীরের নেতৃত্বে চারুকলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (এম.এফ.এ-) বাচ্চু মিয়া আরিফ, সংগীত বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের কানিজ খন্দকার মিতু, সঙ্গীত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রনব হালদার প্রান্ত এবং থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মুনালিসা রয় আগামী ২৩ শে ফেব্রুয়ারি ভারতের উদ্দেশ্য রওনা দিবেন ।

এ বিষয়ে জানতে চাইলে টিম ম্যানেজার মুশাররাত শবনম ত্রিশাল প্রতিদিন বলেন, আমরা মোট পাঁচবার অংশগ্রহণ করেছি। সবসময় আমাদের অংশগ্রহণ ছিল চমৎকার। আমরা এবারও ভাল কিছু করব সকলের দোয়ায়। উল্লেখ্য, কানিজ খন্দকার মিতু এ নিয়ে তিনবারের মত ইয়ুথ ফেস্টিভালে অংশ গ্রহন করছেন এবং ২০১৯ সালে সংগীতে সেরা পারফর্মার হিসাবে নির্বাচিত হয়েছিলেন।