ভাষা সৈনিকদের শ্রদ্ধা নিবেদন করেছে জাককানইবি ছাত্রলীগ

মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ
মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ

জাককানইবি সংবাদদাতাঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শাখা ছাত্রলীগ একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ।

শুক্রবার(২১ ফেব্রুয়ারী) প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু এবং সাধারন সম্পাদক রাকিবুল হাসান রাকিবের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন এবং পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগের নেতা কর্মীরা। এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।এসময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি’ গানের সুর বাজতে থাকে।