সকল অপশক্তির বিরুদ্ধে অবদান রেখে চলেছে রবীন্দ্র-নজরুলের লেখা- ডাঃ এম এ আজিজ 

ষ্টাফ রিপোর্টারঃ স্বাধীনতা সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটি ময়মনসিংহ কর্তৃক আয়োজিত “কথা ও কবিতায় রবীন্দ্র-নজরুল স্মরণ ” আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার  ৩রা জুন সন্ধ্যায় স্হানীয় চরপাড়াস্থ পারমিতা চক্ষু ক্লিনিকের হল রুমে অনুষ্ঠিত হয়। স্বাধীনতা সাহিত্য পরিষদ এর সভাপতি কবি ডাক্তার এইচ এ গোলন্দাজ তারার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাচিপ এর মহাসচিব বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যক্ষ অধ্যাপক  ডাক্তার এম এ আজিজ।

এসময় প্রধান অতিথির বক্তব্যের শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন অধ্যাপক ডাঃ এম এ আজিজ। একই সাথে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামের লেখা সাম্প্রদায়িকতা, মৌলবাদ ও সাম্রাজ্যবাদসহ সব অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে এখনও অবদান রেখে চলেছে বলে মন্তব্য করেন তিনি। এসময় সাম্যবাদী সমাজ’ গঠনের সংগ্রামে এই কবিত্রয় ‘আলোকবর্তিকা’ হিসেবে কাজ করছেন বলেও মনে করেন তিনি।

সভায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট চক্ষু চিকিৎসক ও সমাজ সেবক ডাক্তার হরি শংকর,কবি মাহমুদ আল মামুন ও  কবি শফিক সিংহী।সঞ্চালনায় ও স্বাগত বক্তব্য রাখেন কবি জাফর সাদেক। অনুষ্ঠানের শুরুতেই রবীন্দ্র ও নজরুল সংগীত পরিবেশন করেন বেতার ও টিভি শিল্পী  প্রদীপ চক্রবর্তী,নয়ন সরকার এবং আবৃত্তি করেন সবুজ।

আলোচনায় অংশ গ্রহণ করেন কবি আবু সাঈদ  কামাল,বীর মুক্তিযোদ্ধা জিয়া উদ্দিন আহমেদ,বীর মুক্তিযোদ্ধা কবি বিমল পাল,কবি মান্নান ফরিদী খোকা,কবি আমজাদ দোলন,নাট্যকার এডভোকেট আবুল কাশেম, কবি শরৎ সেলিম, কন্ঠশিল্পী শাহ সাইফুল আলম পান্নু,প্রমূখ।