শ্রীপুর জৈনা বাজারে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আটক ১০

মো: নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার:: গাজিপুরের শ্রীপুরে বহুল আলোচিত গত ১৬ নভেম্বর ২০১৯ইং তারিখে জৈনা বাজার এলাকায় দুটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ২৩ নভেম্বর ২০১৯ইং তারিখে গাজীপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে লুণ্ঠিত মালামাল ৪৩ ভরি সোনা ২ কেজি ৬০০ গ্রাম রুপা, নগদ ১,৫৬,৩২০ টাকাএবং ৭ টি ককটেল ১ টি মটরসাইকেল সহ ১০ জন আসামীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামিদের গাজিপুর জেলা পুলিশের একটি বিশেষ দল কালিয়াকৈর, মুন্সিগন্জ, শতিয়াতপুর,পাবনা ও রাজবাড়ি থেকে পৃথক অভিযানে আটক করে।

তাদের দেওয়া তত্ত্ব অনুযায়ী গাজিপুর জেলা পুলিশ লুণ্ঠিত স্বর্ণ ও নগত অর্ধ উদ্ধার করতে ঢাকার ধামরাই আশুলিয়ায় অভিযানে নামে এবং সফলতার সহিত আজ ভোরে লুন্ঠিত মালামাল,নগত অর্থ, ডাকাতির সময় ব্যবহৃত ককটেল, গুলি পিস্তল ও ১ টি মোটরসাইকেল উদ্ধার করে।

গাজিপুর জেলা পুলিশের এই সল্প সময়ের মধ্যে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আসামিদের গ্রেফতার ও মালামাল উদ্ধার করছে তাতে জেলার সাধারন মানুষের কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।