গরীবের শীত কাহন

গরীবের শীত কাহন
– জাকারীয়া খালিদ

কারও নেই জাম্পার
কারো আছে বাম্পার,
শীতে কাঁপে গরীবে
অসহায় নিরবে।

কেউ খায় পিঠা পুলি
কারও আবার শুণ্য ঝুলি,
কেউ পাতে খালি হাত
পেতে দু মুঠো ভাত।

আশেপাশে দেখো ভাই
কত শত অসহায়,
বাড়িয়ে দাও হাত
নিয়ে এক মুঠো ভাত।

-আসুন এই শীতে অসহায় গরীবদের পাশে দাঁড়াই।