রওশন এরশাদ  দেশে ফিরছেন ২৬ অক্টোবর

বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি

ষ্টাফ রিপোর্টারঃ  জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ গত ১১ মাসের অধিক সময় (ব্যাংকক) চিকিৎসা শেষে ২৬ অক্টোবর দেশে ফিরছেন এ বিষয়টি নিশ্চিত করেছেন রওশন পন্থী জাতীয় পার্টির একাধিক নেতাবৃন্দরা। তারা জানিয়েছেন এরই মধ্যে রওশন এরশাদকে আনতে  থাইল্যান্ডে পৌঁছেছেন তাঁর রাজনৈতিক সচিব সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ।

জাতীয় পার্টি রওশনপন্থি সূত্রে আরও জানা গেছে, দেশে ফিরেই তিনি ৩০ অক্টোবর জাতীয় সংসদ অধিবেশনে যোগ দিবেন তিনি। সেই সঙ্গে জাতীয় পার্টিকে আরো শক্তিশালী অবস্থানে দাঁড় করানোর লক্ষ্যে নেতাকমীদের সঙ্গে মতবিনিময় করবেন। শুধু তাই নয় প্রয়াত সাবেক রাস্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ঘোষিত ২৬ নভেম্বর দলের ১০ম জাতীয় কাউন্সিল সফল করার লক্ষ্যে বেগম রওশন এরশাদ এর নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। কাউন্সিলের মধ্যদিয়ে জাতীয় পার্টিকে তিনি আরো শক্তিশালী করবেন বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক প্রভাবশালী নেতা বলেন, জাতীয় পার্টি আগামী নির্বাচনে শক্ত অবস্থান করতে পারে সেই লক্ষ্যে নেতাকর্মীরা কাজ করছেন। আমাদের দলের বেশিরভাগ লোকেরই বয়স হয়েছে। নতুন প্রজন্মকে সামনে নিয়ে আসার লক্ষ্যেই বিরোধীদলীয় নেতা কাউন্সিলের ডাক দিয়েছেন।

অন্য এক সূত্রে জানা যায়, জাতীয় পার্টির পতাকাতলে আসার জন্য আগ্রহী এমন সরকারি কর্মকর্তা, অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বেসামরিক কর্মকর্তাদেরও বিরোধীদলীয় নেত্রীর নেতৃত্বে আমন্ত্রণ জানানো হবে। ইতোমধ্যে যারা পার্টি থেকে বহিষ্কার কিংবা নিষ্ক্রিয় হয়ে গেছেন, তাদের সক্রিয় করা হবে।

আগামী কাউন্সিলে নেতাকর্মীদের সমর্থন নিয়েই জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করবেন এবং আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি নির্বাচন করবে।