ময়মনসিংহ নগরের মেসগুলোতে চলছে জেলা পুলিশের বিশেষ অভিযান

শিক্ষানগরী বলে পরিচিত ময়মনসিংহ নগরের মেসগুলোতে চলছে জেলা পুলিশের বিশেষ অভিযান।
শিক্ষানগরী বলে পরিচিত ময়মনসিংহ নগরের মেসগুলোতে চলছে জেলা পুলিশের বিশেষ অভিযান।

মোঃকামালঃ  শিক্ষানগরী বলে পরিচিত ময়মনসিংহ নগরের মেসগুলোতে চলছে জেলা পুলিশের বিশেষ অভিযান। সন্ত্রাস, জঙ্গী তৎপরতা,বহিরাগত অনুপ্রবেশ, মাদক কেনা-বেচা, মাদক সেবন, মেসগুলোতে বসবাসকারী ছাত্রদের পরিচয়পত্র এবং তথ্যাদি পুলিশী যাচাইসহ সমাজবিরোধী অপরাধ ঠেকাতে এ বিশেষ অভিযান চলছে।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) মো: আহমার উজ্জামানের নির্দেশে সন্ত্রাস, জঙ্গী তৎপরতা, নাশকতাসহ সমাজবিরোধী অপরাধ ঠেকাতে জেলা পুলিশের বিশেষ টিম এ অভিযান চালাবে নগরের মেসগুলোতে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে নগরীর কলেজ রোড, মীরবাড়ী রোড, মসজিদ রোড, একাডেমী মোড়সহ কয়েকটি পয়েন্টের মেসগুলোতে এ অভিযান চালায়।

পুলিশের বিশেষ অভিযানের এ টিমে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো: আল- আমিনের নেতৃত্বে নগরের ২নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: মাহমুদুল হাসান, কোতুয়ালী মডেল থানার উপ- পরিদর্শক (এসআই) মিনহাজ, এসআই পলাশ এসআই মাহাবুব ফাঁড়ি পুলিশের হাবিলদার মো: লুৎফর রহমানসহ সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান চালায়।

অতিরিক্ত পুলিশ সসুপার সদর সার্কেল মো: আল আমীন বলেন, সন্ত্রাস ও জঙ্গি তৎপরতায় মেসগুলোতে অবস্থানকারীদের কেউ জড়িত কিনা, সেটা খতিয়ে দেখতেই এই তল্লাশি অভিযান চালানো হয়। তাদের এমন আকস্মিক অভিযান অব্যাহত থাকবে।সন্দেহভাজন নাশকতাকারীরাই তাদের টার্গেট। সাধারণ শিক্ষার্থীদের আতঙ্কের কোন কারণ নেই।সামনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। ফলে মেসগুলো ঠাসা ভর্তিচ্ছু শিক্ষার্থীতে। রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আবাসিকতা না পাওয়া শিক্ষার্থীরা।

সূত্র মতে, নগরজুড়ে মেস রয়েছে প্রায় এক হাজারের অধিক। এর বাইরে প্রায় পাঁচ শতাধিক বাসা ভাড়া নিয়ে মেস বানিয়ে থাকছে শিক্ষার্থীরা