দক্ষিণ কোরিয়ায় শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা

দক্ষিণ কোরিয়ায় শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা

বিশেষ প্রতিনিধি:: দক্ষিণ কোরিয়ায় ক্রমান্বয়ে বাড়ছে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা। আজ মঙ্গলবার (১১ ফ্রেরুয়ারি) পর্যন্ত মোট রোগীর সংখ্যা ২৮। এই ভাইরাস অতি সংক্রমিত হওয়ায় আতঙ্ক বাড়ছে শিক্ষার্থীদের মাঝে।

উদ্ভূত পরিস্থিতিতে চীনের শিক্ষার্থীদের প্রতি দক্ষিণ কোরিয়া নতুন নির্দেশনা জারি করেছে। ২৭ ফেব্রুয়ারির মধ্যে যারা বিশ্ববিদ্যালয়ে না ফিরবে তাদের এক সেমিস্টার পরে আসার নির্দেশনা দেয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয়গুলো ইতিমধ্যে কনভোকেশন এবং নবীন শিক্ষাথীদের সংবর্ধনা বাতিল করেছে। এছাড়া নতুন সেমিস্টার ২ সপ্তাহ পিছিয়ে শুরু করার নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিকে কোরিয়ায় থাকা বাংলাদেশীদের প্রত্যেকে অতি প্রয়োজনীয় কাজ ছাড়া বাইরে যাচ্ছেন না। বিশ্ববিদ্যালয় থেকে ই-মেইলে নির্দেশনামূলক তথ্য পাঠানো হয়েছে। নির্দেশনা দেয়া হয়েছে-মাস্ক ব্যবহার করতে, গণসমাগম বেশি হয় এমন জায়গা, পাবলিক ট্রেন, বাস, শপিংমল ইত্যাদি পরিহার করতে।

এদিকে করোনাভাইরাস প্রতিরোধে ২.২ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা ঘোষণা করেছে স্যামসাং।

লেখক: দ্বীন মোহাম্মদ দীপু, পিএইচডি রিসার্চার, কিংভুক​ ন্যাশনাল ইউনিভার্সিটি, দক্ষিণ কোরিয়া