ময়মনসিংহে সিভিলে হাতেনাতে ছিনতাইকারী ধরলো ওসি

আরিফ রববানী ময়মনসিংহ:  ময়মনসিংহ নগরীতে মোবাইল ছিনতাইয়ের সময় এক ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর অপারেশন ওয়াজেদ আলী।

শনিবার (১০ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় বাটার জুতার দোকানের সামনে এক লোক  ছিনতাই করতে গেলে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার চৌকস অফিসার ইন্সপেক্টর অপারেশন ওয়জেদ আলী সাহেব ছিনতাই কারী কে হাতেনাতে ধরে ফেলেন।

কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর অপারেশন (ওসি অপারেশন ) ওয়াজেদ আলী  বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন- নগরীর গাঙ্গিনার পাড় এলাকার বাটার দোকানের সামনে ছিনতাইকালে জাকির কে হাতেনাতে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত  জাকির হোসেন (২১) নগরীর ভাটিকাশর এলাকার হারুন অর রশিদ এর ছেলে ।

তিনি জানান- জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা স্যারের দিক নির্দেশনা মোতাবেক নগরীকে অপারাধমুক্ত করতে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ স্যারের নেতৃত্বে চুরি ছিনতাই ডাকাতি ও দুর্ঘটনা প্রতিরোধে অবিরাম কাজ করে যাচ্ছে কোতোয়ালি মডেল  থানা পুলিশ। সেই ধারাবাহিকতায় শনিবার নগরীর বাটার দোকানের সামনে এলাকায় গেলে  ছিনতাইয়ের চেষ্টাকালে জাকিরকে  হাতেনাতে ধরা হয়।

 নগরীর ব্যবসায়ীদের মতে- ব্যবসা প্রতিষ্ঠান এলাকা গাঙ্গিনাড় পাড়কে চুরি ছিনতাই মুক্ত করতে প্রায়ই সিভিলে টহল দেন ইন্সপেক্টর অপারেশন ওয়াজেদ আলী।  জনগনের জান মাল হেফাজত করার জন্য ওয়াজেদ সাহেব সঠিক ভাবে আইনের মাধ্যমে সব নিজেকে নিয়োজিত রাখেন। নগরীকে চুরি ছিনতাই মুক্ত করতে তার এমন অভিযানে সন্তুষ্টি প্রকাশ করেছেন ব্যবসায়ী ও নগরীতে কেনাকাটা করতে যাওয়া সাধারণ মানুষ।