ময়মনসিংহে ডিবি’র অভিযানে ১৪ জুয়াড়ি গ্রেফতার

মোঃ নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১৪ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে ময়মনসিংহ জেলা সদরের চরদূর্গাপুর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ, মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ীদের গ্রেফতার, জুয়ামুক্ত ময়মনসিংহ গড়তে জুয়াবিরোধী অভিযানসহ আইন শৃংখলা নিয়ন্ত্রণে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে শুক্রবার ডিবির ওসি শাহ কামালের নেতৃত্বে এসআই মোঃ শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ জেলা সদরের চর দূর্গাপুরে জুয়াবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় টাকার বিনিময়ে তাস দিয়া জুয়া খেলারত অবস্থায় এক জুয়ার আসর থেকে ১৪ জুয়াড়িকে গ্রেফতার করে। তারা হলো, শহিদুল ইসলাম, জনি, আব্বাস আলী, এরশাদ আলী, জাহাঙ্গীর আলম, সাইদুল ইসলাম, ইসমাইল হোসেন, রফিক, রাজু, হানিফ, বাচ্চু, মহিদুল ইসলাম, নজরুল ইসলাম ও শহর আলী।

গ্রেফতারকৃতদেরকে শনিবার আদালতে পাঠানো হয়েছে বলে ডিবির ওসি শাহ কামাল জানান। জুয়া ও মাদক যেখানে, ডিবি পুলিশ সেখানে হানা দিবেই! এ অভিযান অব্যাহত থাকবে বলে ডিবি’র ওসি জানান।