ময়মনসিংহে আন্তঃউপজেলা কাবাডি প্রতিযোগিতা- ২০২১ শুরু

ত্রিশাল প্রতিদিন ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মহান বিজয় দিবস সুবর্ণজয়ন্তী উপলক্ষে আন্তঃউপজেলা কাবাডি প্রতিযোগিতা- ২০২১ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে মহিলা ক্রীড়া সংস্থার মাঠে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা’র আয়োজনে  আন্তঃউপজেলা কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন  ময়মনসিংহ জেলা প্রশাসক এর পত্নী ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী আকলিমা সুলতানা লিমা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, খেলাধুলা হলো মনের খোরাক, শরীর ভালো থাকলে মন ভালো থাকবে। তাই লেখাপড়ার পাশাপাশি ও সুস্থ শরীর গঠনে খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিহার্য। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা শামছুন্নাহার বেগম।

এ সময়  আরো উপস্থিত ছিলেন -অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক, ময়মনসিংহ জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা শামছুন্নাহার বেগম, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সদস্য মালেকা পারভীনসহ সরকারী উর্দ্ধতন কর্মকর্তা ও বিভিন্ন উপজেলা টিমের কোচ, ম্যানেজার ও খেলোয়াড়বৃন্দ । উদ্বোধনী খেলায় সদর উপজেলা ও ঈশ্বরগঞ্জ উপজেলার মধ্যে প্রথম খেলাটি অনুষ্ঠিত হয়। এতে ময়মনসিংহ সদর উপজেলা ঈশ্বরগঞ্জকে হারিয়ে জয়লাভ করে।