মোসারাত ধর্ষণ হত্যা মামলা হাইকোর্টে আগাম জামিন চেয়ে আনভীরের আবেদন

ত্রিশাল প্রতিদিন ডেস্কঃ কলেজছাত্রী মোসারাত জাহানকে ধর্ষণের পর হত্যার অভিযোগে করা মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন।

সূত্র জানা যায়,কলেজছাত্রী মোসারাত জাহানকে ধর্ষণের পর হত্যার অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ আটজনের বিরুদ্ধে ৬ সেপ্টেম্বর মামলাটি হয়। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ আদালতে মোসারাতের বোন নুসরাত জাহান বাদী হয়ে ওই মামলা করেন। আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। ওই মামলায় চলতি সপ্তাহে আগাম জামিন চেয়ে আনভীর আবেদনটি করেন ।

বিচারপতি মোস্তফা জামান  ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের বৃহস্পতিবারের কার্যতালিকায় ওই আগাম জামিন আবেদনটি রয়েছে।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের তথ্য মতে, ‘সায়েম সোবহান আনভীর বনাম রাষ্ট্র’ শিরোনামে জামিন আবেদনটি বৃহস্পতিবারের কার্যতালিকায় ১৪২৪ নম্বর ক্রমিকে রয়েছে।  এ অনুসারে আনভীরের জামিন আবেদন ২৯ সেপ্টেম্বর শুনানির জন্য রয়েছে।