ময়মনসিংহে ডিবির অভিযানে চোরাই মোবাইল সহ মূলহোতা আটক।

নাজমুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা ডিবি কর্তৃক শহরের সি,কে ঘোষ রোডে হারুন টাওয়ারে অভিযান পরিচালনা করে চোরাই মোবাইল সেটসহ চক্রের মূলহোতা তানভীর হাসান বাধনকে আটক করে ২০টি সেট উদ্ধার করে।
নিম্নোক্ত মোবাইল ফোনের আইএমইআই যাচাই করে দেখে নিন আপনার হারিয়ে যাওয়া মোবাইল সেটের সাথে কোন প্রকার মিল পাওয়া যায় কিনা? যদি মিল পাওয়া যায় তাহলে জেলা গোয়েন্দা শাখা ওসি ডিবি ময়মনসিংহ (01713373443) এর সাথে যোগাযোগ করুন ।

১। একটি htc পুরাতন মোবাইল সেট যাহার IMEI-নং-355718061321038,355718061321046 ২। একটি Samsung S8 পুরাতন মোবাইল সেট যাহার IMEI-নং-355987080298432, ৩। একটি পুরাতন MI Note 3 মোবাইল সেট যাহার IMEI-নং-860162039507440 860162039507440, ৪। একটি পুরাতন নষ্ট I phone 4s (যাহার IMEI পাওয়া সম্ভব হয় নাই) ৫। একটি পুরাতন htc মোবাইল সেট যাহার IMEI-নং-356197060001843,356197060001850, ৬। একটি পুরাতন MI 3 মোবাইল সেট যাহার IMEI-নং-865009028751357, ৭। একটি পুরাতন Sony z 5 মোবাইল সেট যাহার IMEI-নং- 359644068912860, ৮। একটি পুরাতন Sony z5, xperia মোবাইল সেট যাহার IMEI-নং-353667074282590, ৯। একটি পুরাতন MI Redmi Note-5 মোবাইল সেট যাহার IMEI-নং-866334030109600 866334030109610, ১০। একটি পুরাতন Nokia X2 evUb ‡gvevBj সেট যাহার IMEI-নং-356990040275534, ১১। একটি পুরাতন evUb Nokia ‡gvevBj সেট যাহার IMEI-নং-355666823046379, ১২। একটি পুরাতন Nokia evUb ‡gvevBj সেট e¨vUvix wenxb যাহার IMEI-নং-353728954285788, ১৩। একটি সেট Nokia evUb ‡gvevBj †mU e¨vUvix wenxb যাহার IMEI-নং-354210034017514 ১৪। একটি পুরাতন Nokia evUb ‡gvevBj সেট যাহার IMEI-নং- 355372043327329, ১৫। একটি ব্যাটারী বিহীন পুরাতন LG 3 মোবাইল সেট যাহার IMEI-নং-352596062792669, ১৬। একটি পুরাতন Lenovo Tap, ১৭। একটি পুরাতন নষ্ট MI, ফোন, ১৮। একটি পুরাতন Sony Z xperia মোবাইল সেট যাহার IMEI-নং-355666059966092, ১৯। একটি পুরাতন MI 4x মোবাইল সেট যাহার IMEI-নং 865029034410608 865029034410616, ২০। একটি পুরাতন Sony z5 xperia মোবাইল সেট যাহার IMEI-নং-359556062259930,