ভালুকায় সাব-রেজিস্ট্রারের প্রত্যাহারের দাবিতে দলিল লেখকদের কর্মবিরতি

স্টাফ রিপোর্টার, ত্রিশাল প্রতিদিন:: ময়মনসিংহের ভালুকায় সাব-রেজিস্ট্রারের প্রত্যাহারের দাবিতে রেজিস্টার অফিসের সমস্ত দলিল লেখকরা আজ ২২ ডিসেম্বর তাদের কর্ম বিরতিতে প্রতিবাদ জানিয়েছে। আজ সকালে ভালুকা দলিল লেখক সমিতির উদ্যোগে সকল সদস্যরা কলম বিরতিতে প্রতিবাদ জানান।

দলিল লেখক সমিতির সভাপতি নুরে আলম সিদ্দিকি স্বপন ত্রিশাল প্রতিদিনকে জানান, সাব-রেজিস্ট্রার মো:বোরহান উদ্দিন ভালুকা অফিসে যোগদানের পর থেকে দলিল লেখকদের সাথে অসাধাচারন, অতিরিক্ত টাকা আদায়, সময়মত অফিসে না আসা,দলিল লেখকদের নানা ভাবে হয়রানি করা সহ সীমাহীন অনিয়মের জন্য আমরা চরম ভুগান্তিতে আছি।

যার দরুন সরকার বিপুল পরিমান রাজস্ব হারাচ্ছে সাথে সাথে আমরা দলিল লেখকরা অর্থনীতিক ভাবে ক্ষতিগস্ত হচ্ছি তাই এর আশু সমাধান হিসাবে সাব রেজিস্টারের প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

ভালুকা সাব-রেজিস্ট্রার মো:বোরহান উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার বিরুদ্ধে দলিল লেখক সমিতির যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যাচার, তিনি এ ধরনের কাজে জড়িত নহে।