ভালুকায় মাদক বিরোধী বিশেষ টাস্কফোর্স অভিযানে আটক ৩

 মো:নাজমুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রোমেন শর্মা ও চন্দন সুর পরিদর্শক ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের নেতৃত্বে আজ ২৭ জানুয়ারি উপজেলার ভরাডোবা এলাকায় মাদক বিরোধী বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ৪০লিটার চোলাই মদ ও ৪০০লিটার ওয়াশ জব্দ করেন।

এসময় চোলাই মদ সেবনরত অবস্থায় ০৩( তিন) জনকে আটক করা হয়। আটককৃত তিনজন মাদকসেবীকে ভালুকা উপজেলার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রত্যেককে ( ০১) বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া চোলাই মদ সংরক্ষন ও প্রস্তুতকরণের অভিযোগে দুই জনের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রোমেন শর্মা ত্রিশাল প্রতিদিনকে বলেন, ভালুকা উপজেলাকে মাদকমুক্ত করতে প্রশাসন জিরো টলারেন্স ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসছে। এরকম ভাম্যমান অভিযান ভবিষ্যৎ আরও জোরদার করা হবে।