ভালুকায় পবিত্র রমজানের প্রথম দিনেই মোবাইল কোর্ট ,মামলা জরিমানা

মোঃ নাজমুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ ভালুকায় পবিত্র রমজানের প্রথম দিনেই বাজার মনিটরিংও নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে উপজেলা সহকারি কমিশণার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন।

২৪শে মার্চ শুক্রবার বিকেলে উপজেলার ভালুকা বাজারে মোবাইল কোর্টে অভিযান চালিয়ে অসাধু ব্যবসায়িদের ০৮টি মামলা ও ২ হাজার ৪ শত টাকা অর্থদন্ড করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ সুমাইয়া আক্তারের নেতৃত্বে পরিচালিত আদালত। এসময় উপজেলা প্রসাশনের কর্মচারী, স্যানিটারি ইন্সপেক্ট সহ পৌরসভা ও মডেল থানার পুলিশ উপস্থিত থেকে সহযোগিতা করেন।

ভালুকা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ সুমাইয়া আক্তার জানান,আজ বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট,ময়মনসিংহ স্যারের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসার,সালমা আক্তার স্যারের তত্ত্বাবধানে পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক ভালুকা বাজার মনিটরিংসহ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। স্যানিটারি ইন্সপেক্ট, পৌরসভা ও পুলিশ ফোর্স, ভালুকা মডেল থানা এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে ৮টি মামলায় মোট ২৪০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বাজার নিয়ন্ত্রনে পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি বাজারে রমজানে বাজার মনিটরিং সহ মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।