আজ মরহুম আফতাব উদ্দিন চৌধুরী এমপির ৩৬তম মৃত্যুবার্ষিকী

মোঃ নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ ভালুকায় ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের কৃতিসন্তান আধুনিক ভালুকার রূপকার, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্থপতি, গফরগাঁও সরকারি কলেজের প্রতিষ্ঠাতা ও দাতা, ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, তৎকালীন পাকিস্তান আমলে তিন থানার (ভালুকা,ত্রিশাল,গফরগাঁও) থেকে নির্বাচিত এমএলএ ও সাবেক এমপি আফতাব উদ্দিন চৌধুরী চাঁন মিয়ার ৩৬ তম মৃত্যুবার্ষিকী আজ ২৪ জুলাই শনিবার।

মরহুম আফতাব উদ্দিন চৌধুরী চাঁন মিয়ার রুহের মাগফেরাত কামনা করে তার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ভালুকাবাসীর কাছে দোয়া চেয়েছেন চৌধুরী পরিবারের লোকজন।

মরহুম আফতাব উদ্দিন চৌধুরী চাঁন মিয়া সাহেবের সংক্ষিপ্ত জীবনীঃ
নাম: আফতাব উদ্দিন চৌধুরী চাঁন মিয়া।
পিতার নাম: খান সাহেব আবেদ উল্লাহ চৌধুরী।
মাতার নাম: হালিমুন্নেসা চৌধুরানী।
জন্ম সাল: ১৯১২ ইং
কর্মজীবনে তার অবদান সমূহঃ
১. আজীবন নির্বাচিত চেয়ারম্যান, মল্লিকবাড়ি ইউনিয়ন বোর্ড।
২. পাকিস্তান জাতীয় পরিষদ সদস্য(এম.এন.এ), ১৯৬৫।
৩. রূপকার, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক।
৪. বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য , ১৯৭৯।
৫. প্রতিষ্ঠাতা সদস্য, ময়মনসিংহ মেডিকেল কলেজ পরিচালনা পরিষদ।
৬. সাবেক সিন্ডিকেট সদস্য, ময়মনসিংহ কৃষি বিশ্ব-বিদ্যালয়।
৭. সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি, বাংলাদেশ মুসলিম লীগ।
মৃত্যু: ২৪ শে জুলাই, ১৯৮৫।