বেদে পল্লীতে খাদ্য সহায়তা পাঠালেন এসপি

খায়রুল আলম রফিক : ময়মনসিংহের জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম-সেবা মহোদয়ের কাছে শম্ভুগঞ্জ বেদে পল্লী থেকে ৩জন নারী ও ২জন শিশুর ফোন । করোনার প্রভাবে আমাদের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে । স্যার আমাদের ঘরে খাবার নেই । এসব বলে কান্নাকাটি শুরু করেন তারা । এসব শোনা মাত্রই এসপি স্যার আমাকে দিয়ে চাল, ডাল , আটা , ময়দা , মসলাসহ যার যা কিছু প্রয়োজন তাই দিয়ে পাঠালেন বেদে পল্লীতে । একথা জানালেন, ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা ডিবির ওসি শাহ কামাল আকন্দ ।

জানা যায়, ময়মনসিংহের শম্ভুগঞ্জ বেদে পল্লীতে বসবাস অনেক বেদে সম্প্রদায়ের লোকজনের । করোনা ভাইরাস মহামারীর আগে তারা জনসমাগমে হাটে-ঘাটে, সাপের খেলা দেখিয়ে পেট চালাতেন । অন্ন সংস্থানের আশায় পুরুষদের পাশপাশি মেয়েরাও ঝুলি নিয়ে ঘুরতো বাড়ি বাড়ি। খোলা মাঠে অস্থায়ী তাবুতে অসহায় সময় পার করছে তারা।

এ অবস্থায় তাদেরই একাংশের ফোন পেয়ে স্বউদ্যোগেই খোঁজ-খবর নিয়ে, ডিবির ওসি শাহ কামাল আকন্দকে দিয়ে খাদ্য সহায়তা পাঠান ময়মনসিংহের এসপি মোহাঃ আহমার উজ্জামান । খাদ্য সহায়তা নিয়ে হাজির হন ডিবির ওসি শাহ কামাল আকন্দ । বেদে পরিবারের দুস্থ মানুষের ঘরে খাদ্য সহায়তা পৌঁছে তাদের হাতে তুলে দেন খাদ্য সামগ্রী।

এবিষয়ে ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, চলমান সংকটে ভাসমান মানুষের (বেদে ও হিজড়া সম্প্রদায়) অবস্থা খুবই করুণ। মাননীয় প্রধানমন্ত্রী ও আমাদের উর্ধ্বতন কর্মকর্তাগণ এ বিষয়ে গুরুত্বারোপ করেছেন। সেই লক্ষ্যে মাননীয় এসপি স্যারের নির্দেশে কাজ করছি আমরা। তাছাড়া কর্মহীন-অসহায় প্রান্তিক মানুষদেরও খাদ্য সহায়তা দিচ্ছে ময়মনসিংহ জেলা পুলিশ।