ভাঁজ করা ফোন নিয়ে আসছে স্যামসাং

ত্রিশাল প্রতিদিন ডেস্ক:: দুই সপ্তাহের মধ্যে বাজারে আসতে পারে স্যামসাংয়ের বহুল প্রতীক্ষিত ভাঁজ করা ফোন। শুধু ফোনের মধ্যেই সীমাবদ্ধ নেই স্যামসাং। ইতোমধ্যে ভাঁজ করা ল্যাপটপ তৈরিতেও হাত দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি। এর আগে গত মাসে খবর প্রকাশ হয়েছিল ডেভেলপারদের বার্ষিক সম্মেলনে আসবে ভাঁজ করা ফোনটি। স্যামসাং ডেভেলপার সম্মেলনকে সামনে রেখে ভাঁজ করা ফোন ছাড়াও বেশ কিছু নতুন প্রযুক্তি পণ্যও প্রদর্শনের খবর শোনা গিয়েছিল।

আগামী ৭ ও ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিতব্য সম্মেলনে আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হবে ভাঁজ করা যায় এমন স্মার্টফোন।বিষয়টি নিয়ে স্যামস্যাং এক টুইট বার্তায় লিখেছে, বর্তমান ও ভবিষ্যতের মাঝে দারুণ এক সেতুবন্ধন হতে যাচ্ছে। একটি ভিডিওর মাধ্যমে প্রকাশিত এ তথ্য থেকে প্রযুক্তি দুনিয়ার ব্যবহারকারীরা ধারণা করছেন, ভাঁজ করা ফোনটি এ সম্মেলনেই অবমুক্ত করা হবে। ভাঁজ করা ফোনটিতে থাকছে গরিলা গ্লাস। প্রয়োজন অনুসারে এ স্মার্টফোনটি ভাঁজ করে পকেটে রেখে দেওয়া যাবে। তথ্যসূত্র: স্যামসাং।