জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত

এইচ এম জোবায়ের হোসাইন:: চিন্তাবিদ আবদুল হকের জন্মশতবর্ষ পালন উপলক্ষে শনিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ অধ্যাপক ড. সৈয়দ আকরম হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকউল্লাহ খান, চিন্তাবিদ আবদুল হকের আত্মজ প্রকৌশলী আজিজুল হক, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক। ‘আবদুল হকের চিন্তাচর্চা: কাল থেকে কালান্তরে’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন আবদুল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুব হোসেন (মাহবুব বোরহান)। স্বাগত বক্তব্য রাখেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. সাহাবউদ্দিন। সেমিনারে সঞ্চালনা করেন আবদুল হক-জন্মশতবর্ষ উদযাপন কমিটির সদস্য-সচিব বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক আহমেদুল বারী।