ফরিদপুর জেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখার নতুন কমিটি অনুমোদন দিয়েছ।সভাপতি তানজিদুল রশিদ চৌধুরী(রিয়াদ), সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ। মঙ্গলবার ১৯ জানুয়ারি বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত আগামী ১ বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগের প্যাডে নতুন আংশিক কমিটির অনুমোদন দেন।

এদিকে নতুন এ কমিটি নিয়ে তৃণমূলের নেতা কর্মীদের মধ্যে এক আনন্দ-উল্লাসের সৃষ্টি হয়েছে। কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন সাদিকুর রহমান, মিথুন কর্মকার, মাসুম মিয়া, ইমামুল মিয়া আজম, রাজু আহমেদ, বিকাশ দত্ত, কাজী কাওসার হোসেন টিটো, অমিত সরকার, জাহিদ হাসান বাপ্পা।যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন ফাহিম বিন হাদ নীড়, কাজী তামজিদ হাসান, আতিক আহমেদ সেতু, সিয়াম সামিউল, জান্নাত তানহা প্রেমা, ইভান রহমান, মো:মহসীন মিয়া সুমন।সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন আফিক বিন ইসলাম (অর্ক), রাজিব শেখ, রিজন মোল্লা, আশিকুজ্জামান আশিক, অমিত বিশ্বাস অর্ক, মোস্তাকিম বাশার ও মো:হানিফ শেখ। সভাপতি তামজীদুল রশিদ চৌধুরী রিয়াদ গণ মাধ্যমকে বলেন, দীর্ঘদিন অপেক্ষার পর অনুমোধন পাওয়া এই কমিটি আমার অনেক আবেগের একটি জায়গা দখল করে আছে।

শহর, থানা, ইউনিয়ন কোথাও কমিটি না থাকায় আমার ফরিদপুর জেলা ছাত্রলীগ অনেকটা দুর্বল হয়ে পড়ছিল। ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব থানা,শহর ও ইউনিয়নসহ সকল ওয়ার্ড কমিটি পূর্ণ ঘঠন সম্পন্ন করবো যাতে ফরিদপুর জেলা ছাত্রলীগকে একটি মডেল ছাত্রলীগ হিসেবে উপস্থাপন করতে পারি। কোন অছাত্র ছাত্রলীগ করতে পারবে না, কোন দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, মাদকসেবী ছাত্রলীগের নেতা হতে পারবে না। শিক্ষিত সমাজ নিয়ে সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করার ইচ্ছা আমার বহুদিনের। সেই ইচ্ছা পূরণ করবো ইনশাআল্লাহ। ছাত্র নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। মোঃ ফাহিম আহমেদ বলেন, যোগ্যতা আর পরিশ্রমের সমন্বয় ঘটেছে কমিটিতে,পিতা মুজিবের আদর্শকে বুকে ধারণ করে পথ চলার অঙ্গীকার।জীবন দিয়ে হলেও সংগঠনের মান অক্ষুণ্ণ রাখতে আমরা বদ্ধ পরিকর।