নেত্রকোনার দূর্গাপুরে সেনা সদস্যের অংশ গ্রহণে সাংবাদিকের বাড়ীতে হামলা 

স্টাফ রিপোর্টারঃ নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার গন্ডাবেড় গ্রামের তরুন তুখোড় সাংবাদিক মামুনুর রশীদ মামুন এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশ্লীল কুরুচিপূর্ণ ও মানহানিকর পোস্ট দেয়ায়,সাংবাদিকের দায়ের করা মামলা প্রত্যাহার করার জন্য গত ৪ জুলাই আনুমানিক দুপুর ১ টায় ওমর ফারুক জুন্নুন এর নেতৃত্বে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন ও বাড়ীর লোকজনদেরকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় সন্ত্রাসীরা মহিলাদের গায়ের অলংকার পাতি ছিনিয়ে নিয়ে বাড়ীঘর ভাংচুর করে। পুলিশ এ ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার  করেছে। বাকিরা এখনো গ্রেফতার হয়নি।
ঘটনার বিবরণে প্রকাশ, ঈদ পূর্ববর্তী সাংবাদিক মামুনুর রশীদ মামুন বাড়ীতে গেলে, সন্ত্রাসীরা তা জানতে পারে। পরে তারা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে  সজ্জিত হইয়া, গত  ৪ জুলাই বেলা ১টার সময় সাংবাদিকের অবস্থানগত বাড়ীতে হামলা করে। এসয় তারা বাড়ীতে অবস্থানরত নারী-পুরষদের পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে লোকজনদরকে আহত করে। সন্ত্রাসীরা মহিলাদের পরিধিয় অলংকার পাতি ছিনিয়ে নেয়। সন্ত্রাসীদের আঘাতে মমতা বেগম, মোনায়েম,আশিক, আনিস,সহ আরও অনেকে আহত হয়। তারা স্থানীয় দূর্গাপুর হাসপাতালে চিকিৎসা নেন। ১৪/১৫ জনের সন্ত্রাসী দলের নেতৃত্ব দেন স্থানীয় ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন ও ওমর ফারুক জুন্নুন। এসকল সন্ত্রাসীদের বিরুদ্ধে স্হানীয় ভাবে দালালি ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। সন্ত্রাসীদের অনেকের নামে একাধিক মামলাও রয়েছে। উল্লেখ্য, হামলাকারীদের সাথে বাংলাদেশ সেনা বাহিনীর সদস্য মোঃ জাকারিয়া কে অংশ গ্রহণ করতে দেখা গেছে।