নির্বাচনী মাইকের শব্দে নাকাল ত্রিশালবাসী

মেহেদি জামান লিজনঃঃ  ত্রিশালে নির্বাচনী প্রচারণায় চলছে ব্যাপক শব্দ দূষণ। দেশের প্রচলিত শব্দ দূষণ আইন থাকলেও তার নেই কোন প্রয়োগ। এর ফলে সাময়িক বধির বা স্থায়ী বধির রোগে আক্রান্ত হওয়ার দিকে ধাবিত হচ্ছে মানুষ। এ ক্ষেত্রে শিশু, কিশোররা রয়েছে সর্বোচ্চ ঝুঁকিতে।

ত্রিশাল উপজেলার বিভিন্ন নির্বাচনী এলাকা ঘুরে দেখা যায়, উপজেলা নির্বাচনকে ঘিরে চলছে ব্যাপক প্রচার প্রচারণা। এক্ষেত্রে মাইকের ব্যবহার সবচেয়ে বেশি। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে একসাথে ৮/১০টি মাইক একসাথে লাইন ধরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে উচ্চ শব্দে। আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে স্কুল-কলেজ, হাসপাতাল, বাজার, মসজিদ-মন্দির ও আবাসিক এলাকায় উচ্চ শব্দে প্রচারণা চালিয়ে যাচ্ছে প্রচারকারীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন শব্দ দূষণে। এমনকি যানজটে দাঁড়িয়ে থাকা অবস্থাতেও তারা থামছে না। রাস্তায় চলাচলকারীরা প্রতিবাদ করলেও তারা প্রচারণা বন্ধ করে না। তাই বাধ্য হয়ে কানে আঙ্গুল দিয়ে চলাচল করতে হচ্ছে নয়তো শব্দের যন্ত্রণা সহ্য করতে হচ্ছে।

শব্দ দূষণ নিয়ন্ত্রণে বাংলাদেশে রয়েছে বেশ কিছু আইন ও নীতিমালা। শব্দ দূষণের গুরুত্ব বিবেচনায় রেখে ১৯৯৭ সালের পরিবেশ সংরক্ষণ আইনে শহরকে ৫ ভাগে ভাগ করা হয়েছে- নীরব এলাকা, আবাসিক এলাকা, মিশ্র এলাকা, শিল্প এলাকা, বাণিজ্যিক এলাকা। এসব এলাকায় দিন ও রাত ভেদে শব্দের মাত্রা নির্ধারণ করা হয়েছে। আবাসিক এলাকায় ৫০ ডেসিবেল, বাণিজ্যিক এলাকায় ৭০ ডেসিবেল, শিল্প এলাকায় ৭৫ ডেসিবেল, নীরব এলাকায় ৪৫ ডেসিবেল, আবাসিক কাম বাণিজ্যিক এলাকায় ৬০ ডেসিবেল। এই আইন অনুযায়ী হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, সরকার নির্ধারিত কিছু প্রতিষ্ঠান থেকে ১০০ মিটার পর্যন্ত এলাকাকে নীরব এলাকা চিহ্নিত করা হয়। আইনানুযায়ী হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকার নির্ধারিত কিছু প্রতিষ্ঠান থেকে ১০০ মিটার পর্যন্ত নীরব এলাকা হিসেবে চিহ্নিত। এসব জায়গায় মাইকিং করা সম্পূর্ণ নিষিদ্ধ।

 

শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালায় বলা আছে, আবাসিক এলাকার সীমানা থেকে ৫০০ মিটারের মধ্যে নির্মাণ কাজের ইট বা পাথর ভাঙার যন্ত্র ব্যবহার করা যাবে না। যানবাহনে অপ্রয়োজনে উচ্চ শব্দে হর্ণ বাজানো যাবে না। যত্রতত্র গাড়ি পার্কিং করা যবে না। এই বিধির আওতায় স্কুল-কলেজ, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালতকে নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হয়। এসব প্রতিষ্ঠানের চতুর্দিকে ১০০ গজের ভেতরে কোনো প্রকার হর্ন বাজানো যাবে না। আরো বলা হয়েছে, কোনো উৎসব, সামাজিক বা রাজনৈতিক অনুষ্ঠানে লাউড স্পিকার, এমপ্লিফায়ার বা কোনো যান্ত্রিক কৌশল ব্যবহার করতে হলে কর্তৃপক্ষের পূর্বানুমতি লাগবে। এসব কার্যক্রম সর্বোচ্চ পাঁচ ঘণ্টার বেশি হবে না। পাশাপাশি রাত ১০টার পর কোনোভাবেই শব্দ দূষণকারী যন্ত্র ব্যবহার করা যাবে না।

এবিষয়ে বেশ কয়েকজন প্রচারকর্মীর সাথে কথা বললে তারা এই সম্পর্কে কোন আইন আছে বলে জানেই না।

ত্রিশাল পৌরশহর এলাকার প্রচারকর্মী আবুল কালাম জানান, এত বছর ধরে মাইক মারতাছি, কেউ তো কিছু কয় না। মাইক মারার উপরেও আইন আছে নাকি?

ধানীখোলা ইউনিয়নের প্রচারকর্মী কবীর বলেন, কন কি? মাইক মারার আইন! আইজক্যাই শুনলাম।

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুল ইসলাম বলেন, কি আর বলব? স্বাধীন দেশ, যার যা খুশি তাই করে। মানুষের চিন্তা কেউ করে না। এই ভাবে উচ্চ শব্দে মাইক বাজিয়ে প্রচারণা না, মানুষকে অত্যাচার করা।

নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আতিকুর রহমান বলেন, সকাল ৭ টা থেকে মধ্য রাত পর্যন্ত মাইকের শব্দে পড়াশুনার ব্যাপক ক্ষতি হচ্ছে। মেসে থাকা দুরূহ হয়ে উঠেছে।

বটতলা এলাকার  কাদের হোসেন বলেন, ভাই কানে আঙ্গুল দিয়েও রেহাই পাই ন্যা। এই যে এতগুলা মাইক দিয়া একসাথে কি যে কইতাছে, কিছুই তো বুঝা যায় না। মধ্যে থিকা কানের কাম সারা। বাচ্চারা পড়াশুনা করতে পারতেছে না।

ত্রিশাল সদর উপজেলার নারী ভোটার সানজিদা জানান, নির্বাচনের আগেই মাইকের শব্দে জনগণের ভোগান্তি করছে। এতে প্রার্থীদের ভোটের উপর বিরুপ ফলাফল আসতে পারে।

নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি বদরুল আলম বিপুল বলেন , এটি নির্বাচনী আচরণ বিধির সুস্পষ্ট লংঘন। আচরণ বিধির ২১ অনুচ্ছেদ “মাইক্রোফোন ব্যবহার সংক্রান্ত বিধি-নিষেধ” এ বলা হয়েছে, (১) কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাহার পক্ষে কোন রাজনৈতিক দল অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান একটি ইউনিয়নে অথবা পৌরসভায় পথসভা বা নির্বাচনী প্রচারণার কাজে একের অধিক মাইক্রোফোন বা শব্দের মাত্রা বর্ধনকারী অন্যবিধ যন্ত্র ব্যবহার করিতে পারবে না।

এই ব্যাপারে আসন্ন ত্রিশাল উপজেলা নির্বাচনের প্রার্থীদের সাথে যোগাযোগ করা হলে বিষয়টি দেখবেন বলে আশ্বস্ত করেছেন।

এ বিষয়ে ত্রিশাল উপজেলা প্রশাসন জানিয়েছেন, উচ্চ শব্দ একটি নিরব ঘাতক। যা মানুষকে বিভিন্নভাবে আক্রান্ত করে। এলাকাভেদে (আবাসিক, বাণিজ্যিক, নিরব, শিল্প) শব্দের বিভিন্ন মাত্রা নির্ণয় করা আছে। কিন্তু ত্রিশালে সেই এলাকা গুলো নির্ণয় করা নাই। তাই আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা যাচ্ছে না। তারপরও  এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হবে।