ত্রিশালে পাল্টা সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি : ত্রিশালে জাতীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী ও ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেনের পক্ষে পাল্টা সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ।
গত ২৫মার্চ সোমবার দুপুরে দরিরামপুরস্থ সিএনজি সভা কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে নৌকা প্রার্থীর সাথে সংশ্লিষ্টরা। এর আগে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক এমপি, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন সরকার এক সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে মতিন সরকার জাতীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী ও নৌকার প্রার্থী ইকবাল হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারনা চালিয়ে নির্বাচনী আচরন ভঙ্গ করেছেন মর্মে লিখিত অভিযোগ উত্থাপন করে বক্তব্য রাখেন। যার প্রতিবাদে এ দু’নেতার পক্ষে পাল্টা সংবাদ সম্মেলনের আয়োজন করেন সংস্লিষ্টরা। উভয় সংবাদ সম্মেলনের লিখিত অভিযোগ বর্তমান এমপি ও সাবেক এমপির মধ্যে সাংঘর্ষিক হিসেবে চিহ্নিত করেছেন স্থানীয় বঙ্গবন্ধু আদর্শের সচেতন বিবেগবানরা। এদিকে দায়িত্ব দেয়া নৌকার প্রধান এজেন্ট মোকসেদুল আমিন স্ব-স্বাক্ষরিত লিখিত বক্তব্যে হাফেজ রুহুল আমিন মাদানী এমপি ও নৌকার প্রার্থী ইকবাল হোসেনের বিরুদ্ধে আনা নির্বাচনী আচরন বিধি লঙ্ঘনের অভিযোগকে মিথ্যা বলে উল্লেখ করেন।