ত্রিশা‌লে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারালো ০২(দুই) জন

মোঃ আসাদুল ইসলাম মিন্টু:: ময়ম‌নসিং‌হের ত্রিশালে সড়ক দূর্ঘটনায় নিহত হ‌য়ে‌ছে ২জন ও আহত হয়‌ছে অন্তত ১২ জন। আহত‌দের ম‌ধ্যে ২জ‌নের অবস্থা আশঙ্কাজনক।

জানা যায়, আজ ২০ অক্টোবর (বুধবার) সকা‌লে ঢাকা-ময়মন‌সিংহ মহাসড়কের আমিরাবাড়ী এলাকার নিগার জামান ফি‌লিং স্টেশন সংলগ্ন স্থা‌নে ইউটার্ন করার সময় গা‌র্মেন্টস শ্রমিক বাহী লেগুনাকে ‌পিছন দিক থে‌কে (ঢাকা মে‌ট্টো ট-২০২৭৫৬) ধাক্কা দি‌লে এ দূর্ঘটনা ঘ‌টে। এ‌তে ১২ জন আহত হয়। ত্রিশাল ফায়ার সা‌র্ভিস ও ত্রিশাল থানা পু‌লিশ আহত‌দের উদ্ধার ক‌রে ত্রিশাল উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লেক্স হাসপাতা‌ল নেওয়া হয়। কর্তব‌্যরত চি‌কিৎসক আহত‌দের ম‌ধ্যে ৯জন‌কে ময়মন‌সিংহ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে স্থানান্তর ক‌রে। প‌রে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২ জ‌নের মৃত্যু হয়। বা‌কি ৭জ‌নের ম‌ধ্যে ২জ‌নের অবস্থা এখনও আশঙ্কাজনক। নিহতরা হ‌লো- ময়মন‌সিংহ জেলার ভালুকা উপজেলার রান্দিয়া গ্রা‌মের নবী হো‌সেনের ছে‌লে সা‌ব্বির (২৫), একই এলাকার আলাল উ‌দ্দি‌নের মে‌য়ে রিমা (২০)।

ত্রিশাল থানার এস আই আ‌মিনুল জানান, সকাল ৭টার সময় মহাসড়‌কে ইউটার্ন নেওয়ার সময় এ দূর্ঘটনা ঘ‌টে। ঘাতক ট্রাক আটক করা হ‌য়ে‌ছে। ধারনা করা হ‌চ্ছে এরা মুন্তাজিম গা‌র্মেন্ট‌সের শ্রমিক। সকা‌লে গা‌র্মেন্ট‌সে যাওয়ার প‌থে বা নাইট শিফ্ট শে‌ষে আসার প‌থে এ দূর্ঘটনা ঘ‌টে। এ ঘটনায় আইনানুগ ব‌্যবস্থা প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে।