ত্রিশাল পৌরসভা নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হলো যাদের…

ত্রিশাল প্রতিদিন ডেস্কঃঃ শেষ হল ত্রিশাল পৌরসভা নির্বাচন ২০২১ । উৎসাহ উদ্দীপনা শান্তিপূর্ণ পরিবেশে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ত্রিশাল পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটারে সংখ্যা ২৬ হাজার ৮২২টি তার মধ্যে ১৪ টি ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন ২০ হাজার ২৮১ জন ভোটার। এতে মেয়র পদে লড়েছেন ০৪ জন। তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী এ বি এম আনিছুজ্জামান আনিছ জগ প্রতীক নিয়ে  ১১ হাজার ৬৫৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নবী নেওয়াজ সরকার পেয়েছেন ৬ হাজার ৬৭৪ ভোট।

মোট কাস্টিং ভোটের ৮ ভাগের এক অংশেরও কম ভোট পাওয়ায় অপর দুই প্রার্থী বিএনপির ধানের শীষ প্রতীকের রোবায়েত হোসেন শামীম (৮৬৫ ভোট ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীক নিয়ে আবুল হাসান (৮০০ ভোট)  তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে ।

 সংরক্ষিত মহিলা  কাউন্সিলরদের মধ্যে – (১,২,৩নং ওয়ার্ড) থেকে ফাতেমা আক্তার ( মীনা ) ,(৪,৫,৬নং ওয়ার্ডে) শাহনাজ পারভীন, এবং ( ৭,৮,৯নং ওয়ার্ডে) বিউটি আক্তার রানু নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী জাহানারা বেগমের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

সাধারণ কাউন্সিলদের মধ্যে নির্বাচিত হয়েছেন- ওসমান গনি ( ০১নং ওয়ার্ড ) , রাশিদুল হাসান বিপ্লব ( ০২নং ওয়ার্ড ), শাহীন মিয়া ( ০৩নং ওয়ার্ড ), আজহারুল ইসলাম ( ০৪নং ওয়ার্ড ), মেহেদী হাসান নাসিম ( ০৫নং ওয়ার্ড ), আলমগীর কবির ( ০৬নং ওয়ার্ড ), মানিক সাইফুল ( ০৭নং ওয়ার্ড ), খালেদ মাহমুদ ( ০৮নং ওয়ার্ড ) ও আনিছুজ্জামান ( ০৯নং ওয়ার্ড )।

এছাড়া , সাধারণ আসনের কাউন্সিলর প্রার্থী ওয়ায়েজ উদ্দিন, জুরান মিয়া, জহিরুল ইসলাম হাসিম, আওলাদুল ফরহাদ, আব্দুল মোতালেব, দুলাল মণ্ডল, নূরুল ইসলাম, আব্দুল্লাহ আল হোসাইন ও জসিম উদ্দিনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।