ত্রিশাল নজরুল মঞ্চে”বিদ্রোহীর শতবর্ষের”শুভ উদ্বোধন

মোঃ আসাদুল ইসলাম মিন্টুঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী উপল‌ক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালের ঐতিহ‌্যবাহী নজরুল একাডেমির মাঠে তিন‌ দিন ব‌্যা‌পি নজরুল জন্মজয়ন্তীর উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে।

‘বিদ্রোহীর শতবর্ষ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৫ মে) বি‌কা‌লে স্থানীয় নজরুল একা‌ডে‌মি মা‌ঠে জাতীয় পর্যা‌য়ের অংশ হি‌সে‌বে যথা‌যোগ‌্য মর্যাদায় জাতীয় ক‌বি কাজী নজরুল ইসলা‌মের ১২৩তম জন্মবা‌র্ষিকী উৎসবমুখর প‌রিবে‌শে উদযাপ‌নের ল‌ক্ষ্যে ময়মন‌সিংহ জেলা প্রশাসন আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় তিন‌ দিন ব‌্যা‌পি নজরুল জন্মজয়ন্তীর উ‌দ্বোধন করা হ‌য়।

উদ্বোধনী অনুষ্ঠা‌নের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সাংস্কৃতিক ঐতিহ্য) সাবিহা পারভীন, ময়মনসিংহের ভারপ্রাপ্ত ডিআইজি শাহ মোঃ আবিদ হোসেন, ময়মন‌সিংহের পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, ময়মন‌সিংহ জেলা প‌রিষ‌দের প্রশাসক অধ‌্যাপক ইউসুফ খান পাঠান,ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, সাবেক সফল সাংসদ,  ত্রিশাল উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মতিন সরকার, ত্রিশাল পৌরসভার তিন তিনবার নির্বাচিত সফল মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান (আনিছ)।

আলোচনা সভায় ময়মন‌সিংহ জেলা প্রশাসক মোঃ এনামুল হকের সভাপ‌তি‌ত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আখতারুজ্জামান, স্মারক বক্তব্য প্রদান করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. এ.কে.এম. শামসুদ্দিন চৌধুরী।

আলোচনা সভা শে‌ষে কবুতর উ‌ড়ি‌য়ে তিন‌দিন ব‌্যা‌পি ১২৩তম নজরুল জন্মজয়ন্তীর শুভ উ‌দ্বোধন করা হয়। প‌রে নজরুল ম‌ঞ্চে এক ম‌নোজ্ঞ সাংস্কৃ‌তিক অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হয়।