ত্রিশালে শুরু হলো তিনদিন ব্যাপী নজরুল জন্ম জয়ন্তী

শামিম ইশতিয়াক, ত্রিশালঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের কবির স্মৃতিবিজরিত ত্রিশাল উপজেলায় আজ থেকে শুরু হলো নজরুল জন্ম জয়ন্তী, যা চলবে তিনদিন ব্যাপী।

উপজেলার দরিরামপুর এলাকায় অবস্থিত নজরুল মঞ্চে চলবে তিনদিন ব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, এছাড়াও মঞ্চের সামনে কবির অধ্যয়ন করা বিদ্যাপিঠ নজরুল একাডেমি মাঠে চলবে এক বিরাট মেলা, যা কিনা ত্রিশালের ঐতিহ্য হয়ে পরিচিত হয়ে আছে সারা দেশে, মেলায় উপস্থিত হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত হতে ব্যবসায়ীরা, মেলায় পাওয়া যাবে বিভিন্ন চারু/কারু পণ্য সহ, শৌখিন পণ্য ও আসবাবপত্র সামগ্রী, এছাড়াও মেলায় থাকবে বিভিন্ন জাদু গ্যালারি, পুতুল নাচ, মোটর সাইকেল খেলা সহ নানান আয়োজন, প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত হতে হাজারো দর্শনার্থী এই ঐতিহ্যগত মেলায় এসে ভীড় জমায়, যা কিনা ত্রিশালে সৃষ্টি করে এক আনন্দঘন উৎসবের।

আজ বিকাল তিনটায় নজরুল মঞ্চে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি, সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে.এম খালিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ত্রিশালে সংসদ সদস্য হাফেজ রুহুল আমিন মাদানী, নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল,বিশ্বভারতী বিশ্বববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী, অনুষ্ঠান পরিচালনা করবেন ময়মনসিংহ জেলা প্রশাসক ড.সুভাষ চন্দ্র বিশ্বাস।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কবিপৌত্রী খিলখিল কাজী,স্বারক বক্তা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.বিশ্ববজিৎ ঘোষ এবং স্বাগত বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভাপপ্রাপ্ত সচিব ড.মোঃ আবু হেনা মোস্তফা কামাল। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর মাধ্যমে প্রথমদিনের অনুষ্ঠানমালা শেষ হবে।

এছাড়াও জয়ন্তীর দ্বিতীয় দিনে অনুষ্ঠান শুরু হবে সকাল ১০টায়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সভাপতিত্ব করবেন ময়মনসিংহ জেলা প্রশাসক ড.সুভাষ চন্দ্র বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ-১০আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল,ময়মনসিংহ-৯আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান,ময়মনসিংহ-১আসনের সংসদ সদস্য জুয়েল আরেক,ময়মনসিংহ-১১আসনের সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ,সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি,জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এ.এইচ.এম মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে স্মারক বক্তা একুশে পদক প্রাপ্ত বিশিষ্ঠ কবি মুহম্মদ নূরুল হুদা এবং স্বাগত বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল জাকির। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর মাধ্যমে দ্বিতীয় দিনের অনুষ্ঠানমালা শেষ হবে।

এবং নজরুল জন্ম জয়ন্তীর শেষ দিনে অনুষ্ঠান শুরু হবে সকাল ১০টায় যাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে.এম খালিদ এমপি, সভাপতিত্ব করবেন ময়মনসিংহ জেলা প্রশাসক ড.সুভাষ চন্দ্র বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ-৬আসনের সংসদ সদস্য মোসলেম উদ্দিন,ময়মনসিংহ-৩আসনের সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ,ময়মনসিংহ-৮আসনের সংসদ সদস্য ফকরুল ইমাম,ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান,ডিআইজি নিবাস চন্দ্র মাঝি,পুলিশ সুপার শাহ আবিদ হোসেন প্রমুখ।অনুষ্ঠানে স্মারক বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট লেখক ও নজরুল গবেষক এ.এফ.এম হায়াতুল্লাহ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর মাধ্যমে সমাপনী দিনের অনুষ্ঠানমালা শেষ হবে।

এদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্ম জয়ন্তী উপলক্ষে জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়েও আজ দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।