ত্রিশালে বর্ণাঢ্য আয়োজনে এম আইটি ইনস্টিটিউট’র ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ আসাদুল ইসলাম মিন্টু,ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশালে “”জীবনের জন্য প্রযুক্তি”” এই প্রতিপাদ্য কে নিয়ে ২০১১ সালের ১১ নভেম্বর এম আইটি ইনস্টিটিউট-এর যাত্রা শুরু করে।তারই ধারাবাহিকতায় সাফল্যের ১০ম বর্ষপূর্তি উদযাপন করা। ১০ম বর্ষপূর্তি উপলক্ষে আজ ১১ নভেম্বর বুধবার সকাল ১০টায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুহুল আমিন সাহেব।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম আইটি ইনস্টিটিউট প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাম্মেল হক। উক্ত অনুষ্ঠানে এম আইটি ইনস্টিটিউট’র শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিততে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে হামদ-নাত, কবিতা আবৃত্তি ও নাচের আয়োজন করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।এবং পুরস্কার বিতরণ শেষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।এছাড়াও বিকাল সাড়ে তিনটায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন এম আইটি ইনস্টিটিউট-এর পরিচালক ফয়সাল আহমেদ।