ত্রিশালে প্রকল্প পর্যালোচনা  ও উন্নয়ন গবেষণা সংগঠন (EDRO)’র সভা অনুষ্ঠিত

ফকরুদ্দীন আহমেদ, স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত প্রকল্প পর্যালোচনা ও উন্নয়ন গবেষনা সংগঠন EDRO’র  ত্রিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার স্থানীয় এক হোটেলে এ সভাটি হয়।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের পরিচালক, জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তানজিল আহমেদ। EDRO সংগঠনের গবেষক ফজলুল হক রনির সঞ্চলনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জাতীয় কবি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক হিসাব এস এম হাফিজুর রহমান, অতিরিক্ত রেজিস্ট্রার পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর  হুমায়ুন কবির, সহযোগী অধ্যাপক সাখাওয়াত হোসেন সরকার, প্রভাষক নিতাই কুমার সাহা, সেকসান অফিসার ফাহাদুজ্জামান শিবলী, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সস্পাদক রাশেদুজ্জামান রনি, EDRO গবেষক ফেরদৌস আলম ও আবু ছালে মোছা। এ সভায় EDRO’র  পক্ষ থেকে

উপস্থিত সকলকেই সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা বিষয় গুলো উপস্থাপন করেন।

পরে বক্তাদের আলোচনায় দেশকে এগিয়ে নিতে হলে এমন ধরনের সংগঠন খুব জুরুরী বলে মত প্রকাশ সংগঠনের প্রশংসা  করেন।