ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

কাজী নজরুল ইসলাম বিশ্ব বিদ্যালয়, উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

মোমিন তালুকদারা, নিজস্ব প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদা ও নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু কেষ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পালন করা হয়েছে। এর মধ্যে রয়েছে পবিত্র কোরআন খতম, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল, বিশেষ প্রার্থনা, এতিমখানায় খাবার পরিবেশনসহ নানা কর্মসূচি।

দিবসটি উপলক্ষ্যে সোমবার সকালে পুষ্পস্তবক অর্পণ শেষে বিশ্ব বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.সৌমিত্র শেখর। প্রফেসর ড. আহমেদুল বারীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর। বিশেষ অতিথির বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম। আলোচনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. তুহিনুর রহমান, বঙ্গবন্ধু-নীলদলের সভাপতি প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান, কর্মকর্তা পরিষদের সভাপতি প্রকৌশলী জোবায়ের হোসেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবসহ অন্যরা।

এ দিকে ত্রিশাল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার। উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জামানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস\ চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, ওসি মাইন উদ্দিনসহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অপর দিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সরকারি নজরুল কলেজ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।