ত্রিশালে নজরুল বিশ্ববিদ্যালয়ে তদন্ত কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন

আনোয়ার হোসেন>>ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে তদন্ত কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ১৩ মার্চ দুপুরে বাংলাদেশ পুলিশের এ্যাডিশনাল আইজি(এএন্ডও)মোখলেছুর রহমান বিপিএম(বার) প্রধান অতিথি হিসেবে ভিত্তি প্রস্তর স্থাপন এর উদ্বোধন করেন।

এসময় ত্রিশালের সাবেক সাংসদ আব্দুল মতিন সরকার, বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.এ এস এম মোস্তাফিজুর রহমান,ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি বিপিএম,পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বিপিএম,পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান, উপজেলা আ. লীগের সম্মানিত সদস্য ইকবাল হোসেন, ভালুকা থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার,ত্রিশাল থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে ভিসির সভা কক্ষে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমরা পুলিশকে ঐ ধরনের পুলিশ তৈরি করছি । যে পুলিশ হবে জনবান্ধন,যে পুলিশ হবে নারী বান্ধব,যে পুলিম হবে শিশু বান্ধব। আমরা চেষ্ঠা করছি বিটিশ আমলা তান্ত্রিক কলনী পুলিশি সিস্টেম থেকে বেড়িয়ে এসে জনমূখী জনবান্ধব পুলিশের দিকে মূখ ফেরানো চেষ্ঠা করছি।