ত্রিশালের কানিহারী ইউনিয়নের(সেনবাড়ি) গ্রামে দৃষ্টি নন্দন রাজবাড়ি

ত্রিশাল প্রতিদিন ডেস্কঃ ময়মনসিংহের ত্রিশালের কানিহারী ইউনিয়নের আহাম্মদাবাদ (সেনবাড়ি) গ্রামে অবস্থিত এই দৃষ্টি নন্দন রাজবাড়ি বা জমিদারবাড়ি টি। ত্রিশালের ঐতিহ্যের এক নিদর্শন হয়ে দাঁড়িয়ে রয়েছে এই পুরাতন ইমারতটি।

কিছু দিন আগেও এটির বেহাল অবস্থা ছিল। কিন্তু বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগের সুদৃষ্টির ফলে এর সংস্কার কাজ করা হয় এবং এই দৃষ্টি নন্দন রূপ ফিরে পায়।
যারা ভ্রমণ পিপাসু তাদের জন্য এটি একটি আদর্শ জায়গা হতে পারে।
কারণ এটি যেমন দৃষ্টি নন্দন তেমনি রয়েছে এর ইতিহাস । ব্রহ্মপুত্র নদের অতি নিকটে হওয়ায় একসাথে রাজবাড়ি ও ব্রহ্মপুত্র নদ দুইটিই ঘুরতে পারবেন।
যাতায়াত ব্যবস্থা যথেষ্ট ভালো
ত্রিশাল-বালিপাড়া রোড ( ফুট ওভারব্রিজ এর সাথেই) এ বড়মা সিএনজি স্টেশন এ এসে সেনবাড়ির গাড়িতে উঠলে আপনাকে সেনবাড়ি বাজারে নামিয়ে দিবে। ভাড়া ৪০ টাকা ।
সেনবাড়ি বাজার থেকে অটোতে (৫ টাকা ভাড়া) করে পৌঁছে যাবেন কাঙ্ক্ষিত এই দৃষ্টি নন্দন রাজবাড়ি তে।
আশা করি ভ্রমণ পিপাসুরা ভ্রমণ করতে আসবেন।
সংগ্রহীত